- Joined
- Jan 3, 2023
- Threads
- 730
- Comments
- 875
- Reactions
- 7,734
- Thread Author
- #1
ওআইসি'র ইন্টারন্যাশনাল ফিকহ একাডেমির ফতোয়া, শাফেয়ী মাজহাব ও হাম্বলি মাজহাবের একটি মত অনুযায়ী 'যদি ঋণ গ্রহীতা ঋণ প্রদানে সক্ষম হয় এবং তিনি যেকোনো মূহুর্তেই ঋণ ফেরত দিতে পারেন তবে ঋণ দাতা প্রতিবছর যাকাত দিবেন যদিও তিনি ঋণ ফেরত না পেয়ে থাকেন কিংবা হস্তগত না করে থাকেন'
আর যদি ঋণ ফেরত পাওয়ার আশা না থাকে, ঋণ গ্রহীতা ঋণ প্রদানে অক্ষম হয়, টালবাহানা করেন তবে ঋণ ফেরত না পাওয়া পর্যন্ত যাকাত প্রযোজ্য হবে না। তবে যদি ঋণ ফেরত পায় তাহলে নতুন করে এক বছর হওয়ার পর যাকাত দিবে, অতীতের কোনো যাকাত দিতে হবে না। (এটি শাফেয়ী মাজহাবের পুরাতন মত, হাম্বলি মাজহাবের একটি মত ও যাহেরী মাজহাবের মত, এছাড়াও ইমাম ইবনে তাইমিয়া (রহ.) এ মতটি পছন্দ করেছেন)
সূত্র: ['যাকাত' কোর্স মডিউল ১০; তাইবাহ একাডেমি]
আর যদি ঋণ ফেরত পাওয়ার আশা না থাকে, ঋণ গ্রহীতা ঋণ প্রদানে অক্ষম হয়, টালবাহানা করেন তবে ঋণ ফেরত না পাওয়া পর্যন্ত যাকাত প্রযোজ্য হবে না। তবে যদি ঋণ ফেরত পায় তাহলে নতুন করে এক বছর হওয়ার পর যাকাত দিবে, অতীতের কোনো যাকাত দিতে হবে না। (এটি শাফেয়ী মাজহাবের পুরাতন মত, হাম্বলি মাজহাবের একটি মত ও যাহেরী মাজহাবের মত, এছাড়াও ইমাম ইবনে তাইমিয়া (রহ.) এ মতটি পছন্দ করেছেন)
সূত্র: ['যাকাত' কোর্স মডিউল ১০; তাইবাহ একাডেমি]
Last edited: