বুরায়দা (রা:) বলেন, আমি রাসূলুল্লাহ (সা:)-কে একথা বলতে শুনেছি, যে ব্যক্তি অসচ্ছল লোককে সময় দিবে, তার জন্য প্রতিদিন অনুরূপ ছাদাক্বাহ করার ছওয়াব রয়েছে। তারপর আমি আরো শুনেছি যে, যে ব্যক্তি অসচ্ছল লোককে সময় দিবে, তার জন্য প্রতিদিন অনুরূপ দ্বিগুণ ছাদাক্বাহ করার ছওয়াব রয়েছে। আমি বললাম, হে আল্লাহ্ রাসূল (সা:)! আমি আপনাকে একথা বলতে শুনলাম, যে ব্যক্তি অসচ্ছল লোককে সময় দিবে, তার জন্য প্রতিদিন অনুরূপ ছাদাক্বাহ করার ছওয়াব রয়েছে। তারপর আরো শুনলাম আপনি বললেন, যে ব্যক্তি অসচ্ছল লোককে সময় দিবে, তার জন্য অনুরূপ দ্বিগুণ ছাদাক্বাহ করার ছওয়াব রয়েছে। তখন তিনি তাকে বললেন, ঋণ পরিশোধ করার সময় পর্যন্ত তাকে প্রতিদিন ছাদাক্বার ছওয়াব দেয়া হবে। আর ঋণ পরিশোধ করার সময় হওয়ার পর যদি তাকে আরো সময় দেয় তবে তাকে প্রতিদিন দ্বিগুণ পরিমাণ ছাদাক্বাহ করার ছওয়াব দেয়া হবে।” [মুসনাদে আহমাদ, হা. ২৩০৯৬; সহীহ আত তারগীব, হা. ৯০৭]
আনাস ইবনু মালিক (রা:) বলেন, যে ব্যক্তি ঋণগ্রস্তকে অবকাশ দিবে, তার জন্য কিয়ামতের দিন আল্লাহর নিকটে প্রতিদিনের বিনিময়ে একেকটি ওহুদ পাহাড় সমান প্রতিদান দেয়া হবে। যতদিন সে তার প্রাপ্য না চায় তত দিন এভাবে সে পেতেই থাকবে। [আত-তাযকিরাহ, পৃ. ২৭৯]
আনাস ইবনু মালিক (রা:) বলেন, যে ব্যক্তি ঋণগ্রস্তকে অবকাশ দিবে, তার জন্য কিয়ামতের দিন আল্লাহর নিকটে প্রতিদিনের বিনিময়ে একেকটি ওহুদ পাহাড় সমান প্রতিদান দেয়া হবে। যতদিন সে তার প্রাপ্য না চায় তত দিন এভাবে সে পেতেই থাকবে। [আত-তাযকিরাহ, পৃ. ২৭৯]