সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

উমর (রাদিআল্লাহু আনহু) কতৃক গভর্নরদের আত্মসমালোচনা করার তাগিদ

জাফর বিন বুরকান (রাহিমাহুল্লাহ) বলেন, উমর বিন খাত্তাব (রাদিআল্লাহু আনহু) তাঁর গভর্নরদের কাছে চিঠি লিখে পাঠান। সে চিঠির শেষে লেখা ছিল :

‘দুঃখ-কষ্টের সময় আসার আগেই সুখ-স্বাচ্ছন্দ্যের সময় আত্মসমালোচনা করুন। কারণ, যে দুঃখের সময় আসার আগেই সুখের সময় নিজের হিসাব করে নেয়, তার প্রত্যাবর্তনস্থল হবে সন্তুষ্টিময় ও অন্যদের ঈর্ষার কারণ। আর যে ব্যক্তি তার জীবন ও কর্মব্যস্ততাকে কুপ্রবৃত্তির আনন্দে নিয়োজিত করে, তার প্রত্যাবর্তনস্থল হবে ক্ষতি ও লজ্জার। তাই যা কিছু আপনাকে উপদেশ দেওয়া হয়েছে, তা স্মরণ রাখুন। যাতে যে সকল বিষয় থেকে বিরত থাকতে হয়, তা থেকে আপনি বিরত থাকতে পারেন।’

– মুহাসাবাতুন নফস : ১৬
– অন্তরের আমল (২য় খন্ড), শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ, রুহামা পাবলিকেশন


বি. দ্র : রুহামা পাবলিকেশন সালাফী প্রকাশনী নয়। সকলকে সাবধানতা অবলম্বনের অনুরোধ করছি। কোনো বিষয়ে সন্দেহ হলে সম্মানিত সালাফী আলেমদের শরণাপন্ন হোন।
 
Last edited:

zazabor

Member

Threads
0
Comments
20
Reactions
5
Credits
5
আত্মসমালোচনাই আমাদের উন্নত মানুষ বানাতে পারে।
 
Top