• আসসালামু আলাইকুম, আগামী কয়েকদিনের মধ্যে আমাদের ফোরামে মেজর কিছু চেঞ্জ আসবে যার ফলে ফোরামে ১-৩ দিন মেইনটেনেন্স মুডে থাকবে। উক্ত সময়ে আপনাদের সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি।

সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

ইলমে বরকত পাওয়ার কিছু টিপস

Yiakub Abul Kalam

Altruistic

Uploader
Exposer
Salafi User
Threads
151
Comments
158
Reactions
1,308
Credits
1,135

ইলমে বরকত পাওয়ার কিছু টিপস​



১) কুরআন, সুন্নাহ ও সালাফে ছালেহীনের আছারের অনুসরণ বাধ্যতামূলকভাবে করা।
আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন: "যে ব্যক্তি সত্য পথ প্রকাশিত হওয়ার পরও রসূলের বিরোধিতা করে এবং মু’মিনদের পথ বাদ দিয়ে ভিন্ন পথ অনুসরণ করে, আমি তাকে সে পথেই ফিরাব যে পথে সে ফিরে যায়, আর তাকে জাহান্নামে দগ্ধ করব, কত মন্দই না সে আবাস!" (সূরা নিসা:১১৫)

এজন্যই সালাফগণ আছহাবুর রায়কে নিন্দা করেছেন এবং এ রায়কে ইলম চলে যাওয়ার একটি কারণ হিসেবে গণ্য করেছেন।

২) ইলমী আমানত, রেফারেন্স, কথা যাচাই-বাছাই এবং ইনছাফ বজায় রাখা।
আবূ উমার ইবনে আব্দুল বার্র রহিমাহুল্লাহ তার জামি'উ বায়ানিল ইলমি ওয়া ফাযলিহী (১/৫৩০)-তে বলেন: "ইলমে বরকতের অন্যতম দিক হলো, ন্যায়পরায়ণতা বজায় রাখা। আর যে এই ইনসাফ ঠিক রাখে না, সে বুঝতে পারে না।
কেউ কেউ বলেছেন: আমার জ্ঞান নেই বটে; তবে আমি এটা ভালোভাবেই জানি যে, আমি সবচেয়ে বেশি জ্ঞানী নই।"

আবূ উবায়দ কাসিম বিন সাল্লাম রহিমাহুল্লাহ বলেন: "ইলমের কৃতজ্ঞতা প্রকাশের অন্যতম দিক হলো, তুমি কারো সাথে বসে এমন কথা বলতে শুনলে যা আগে জানতে না এবং সেটা শিখে নিলে। এরপর অন্য কোথাও কারো সাথে উক্ত বিষয়ে আলোচনা উঠলে তুমি বলবে: আমি এ সম্পর্কে কিছুই জানতাম না। অমুক লোকের কাছ থেকে শুনেই জেনেছি।
তুমি যদি এরকম করতে পার, তবেই ইলমের কৃতজ্ঞতা প্রকাশ করলে।" -(المزهر في علوم اللغة , ২/৩১৯; طبقات المفسرين للداودي , ৩/৪১)

আবূ উমার ইবনে আব্দুল বার্র রহিমাহুল্লাহ বলেন: "... কেননা, বলা হয় ইলমে বরকত পেতে চাইলে কথকের কথা কথকের দিকেই সম্পৃক্ত করা।" -(জামি'উ বায়ানিল ইলমি ওয়া ফাযলিহী, ২/৯২২)

হাফেয আবুত তাহের আস-সালাফী (মৃত্যু: ৫৭৬ হি:) বলেছেন: "ইলমে বরকত পাওয়ার ও এর শুকরিয়ার অন্যতম মাধ্যম হলো, ইলমকে আলেমের দিকে নিসবত করে দেয়া।
আমি আবুল হাসান আস-সায়রাফী রহিমাহুল্লাহকে বলতে শুনেছি, (তিনি বলেন:) আমি আবূ আব্দুল্লাহ আস-সূরীকে বলতে শুনেছি, আমাকে আব্দুল গনী বিন সাঈদ বলেছেন: যখন আমার কিতাব আবূ আব্দুল্লাহ (ইমাম) হাকেম রহিমাহুল্লাহর কাছে পৌছল, তখন তিনি আমাকে কৃতজ্ঞতা জানিয়ে বললেন: তিনি এটা মানুষকে পড়িয়ে শুনিয়েছেন। এবং তিনি এর উপকারিতার কথা উল্লেখ করে আমার কাছে পাঠালেন। আর তিনি এটা যখনই বলতেন, আমার নাম বলতেন।"
সুয়ূতী রহিমাহুল্লাহ এই কথার প্রেক্ষিতে বলেন: "এজন্যই আমার লেখনীতে সব কথাই দেখবেন কথকের দিকে সম্পৃক্ত করার পাশাপাশি কোথায় উল্লেখ করেছেন তা-ও বলে দিয়েছি।" -(المزهر في علوم اللغة, ২/৩১৯)

৩) ভুলভাল মাসয়ালা থেকে বিরত থাকা এবং শরয়ী দলীল (না বুঝেই) বোঝার ভান করা থেকে দূরে থাকা।

আওযা'য়ী রহিমাহুল্লাহ বলেন: "আল্লাহ যখন কোনো বান্দাকে ইলমের বরকত থেকে মাহরুম করতে চান, তখন তার মুখে ভুলভাল (কথা, মাসয়ালা) বিস্তার করান।"

হাসান বাসরী রহিমাহুল্লাহ বলেন: "আল্লাহর নিকৃষ্ট বান্দা তো ওরাই যারা নিকৃষ্ট (উল্টাপাল্টা ও ভুলভাল) মাসয়ালা নিয়ে এসে আল্লাহর বান্দাদের (আলেমদের) গালমন্দ করে।" -(জামি'উ বায়ানিল ইলমি ওয়া ফাযলিহী, ২/১০৭৩)


(শায়খ محمد بن عمر بازمول হাফিযাহুল্লাহর পেজ থেকে)
--আদ-দা'ওয়াহ আস-সালাফিয়্যাহ​
 
COMMENTS ARE BELOW
Top