‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

ইমাম আহমাদ বিন হাম্বল নিজের ফতোয়া লিখে রাখাকে অপছন্দ করতেন।

ইমাম আহমাদ বিন হাম্বল রাহিমাহুলাহ নিজের ফতোয়া লিখে রাখাকে প্রবলভাবে অপছন্দ করতেন -

আহমাদ বিন আল হুসাইন বিন হাসান ছিলেন ইমাম আহমাদ বিন হাম্বলের আসহাবদের একজন। তিনি ইমাম আহমাদ থেকে হাদিস বর্ণনা করতেন।

ইবন আবি ইয়া'লা তার ত্ববাকাতুল হানাবিলাহ কিতাবে তার সূত্র মারেফত লিখেছেন,

তিনি ছিলেন সার এর অধিবাসী যিনি আমাদের ইমাম আহমাদকে স্বচক্ষে দেখেছেন এবং তার থেকে বর্ণনা করেছেন।

‎من أهل سر من رأى، صحب إمامنا أحمد، وروى عنه أشياء.

তিনি বলেছেন, এক ব্যক্তি আবু আব্দুলাহ (ইমাম আহমাদ) কে বললো, আমি এই মাসআলাটি লিখে রাখতে চাই। কারণ, আমি এটি ভুলে যাবার আশংকা করছি। এতে আহমাদ বললেন, কোনোকিছুই লিখবে না। আমি আমার রায়কে লিখে রাখা অপছন্দ করি।

‎قال: وقال رجل لأبى عبد الله: أريد أن أكتب هذه المسائل، فإنى أخاف النسيان. قال له أحمد: لا تكتب شيئا. فإنى أكره أن أكتب رأيى.

একদা আমি অনুভব করলাম এক লোক কাঠের টুকরা দিয়ে তার জামার আস্তিনে গোপনে লিখছে (ইমাম আহমাদের রায়)। তিনি বললেন, আমার রায় লিখে রেখো না। হতে পারে আমি এই মুহূর্তে এমন কোনো মাসআলা বলছি, যা থেকে আগামীকাল রুজু (প্রত্যাবর্তন) করে নিবো।

ত্ববাকাতুল হানাবিলাহ, ১ম খণ্ড, ৩৯ পৃঃ, ক্রমিক নং ১২, মাকতাবা শামেলা।

এছাড়াও ইমাম আবু দাউদ সিজিস্তানি রাহিমাহুল্লাহ (সুনানে আবু দাউদ এর মুসান্নিফ) ইমাম আহমাদ থেকে বর্ণনা করেছেন,

١٧٨٣ - سمعت أحمد، يقول: «أنا أكره أن يكتب عني راي» .

আমি ইমাম আহমাদকে এটা বলতে শুনেছি, "আমি আমার রায় লিখে রাখাকে অপছন্দ করি।"

আবু দাউদের বর্ণিত মাসাঈলুল ইমাম আহমাদ, ১৭৮৩ নং রেওয়ায়েত, ৩৬৭ পৃঃ, মাকতাবা শামেলা।

লেখা - সাফিন চৌধুরী।
Facebook: Shafin Chowdhury
 

Share this page