‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারকের দানশীলতা

একবার এক দুস্থ ব্যক্তি সাহায্য চাইতে এলে ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক (রাহিমাহুল্লাহ) তার খাদেমকে উদ্দেশ্য করে বলেন, “তাকে এক দিরহাম দিয়ে দাও।” তখন তার এক ছাত্র বলে ওঠে, “শাইখ, এই লোকটা মিষ্টি আর কাবাব খেয়ে অভ্যস্ত! তাকে পুরো এক দিরহাম দেওয়ার কী দরকার? সিকি দিরহাম দিলেই তো চলত!”

উত্তরে তিনি বলেন, “ওয়াল্লাহি, আমি ভেবেছিলাম, সে রুটি আর সবজি খায়। তাই এক দিরহাম দিতে বলেছি। যদি জানতাম, সে এর চেয়ে উন্নত খাবার খেয়ে অভ্যস্ত, তাহলে প্রথমেই আরও বেশি দিতে বলতাম।” এটা বলেই তিনি খাদেমকে ডেকে বলেন, “লোকটাকে ১০ দিরহাম দিয়ে দাও!”

— আল বিদায়া ওয়ান নিহায়া, খন্ড: ১০
— আব্দুল্লাহ ইবনুল মুবারক: জীবন ও কর্ম; সমকালীন প্রকাশন


বি. দ্র : সমকালীন প্রকাশন সালাফী প্রকাশনী নয়। সকলকে সাবধানতা অবলম্বনের অনুরোধ করছি। কোনো বিষয়ে সন্দেহ হলে সম্মানিত সালাফী আলেমদের শরণাপন্ন হোন।
 

Share this page