• আসসালামু আলাইকুম, আগামী কয়েকদিনের মধ্যে আমাদের ফোরামে মেজর কিছু চেঞ্জ আসবে যার ফলে ফোরামে ১-৩ দিন মেইনটেনেন্স মুডে থাকবে। উক্ত সময়ে আপনাদের সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি।

সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

ইবনুল ক্বাইয়্যিম আজ-জাওযিয়্যাহর(রাহিমাহুল্লাহ) কিছু শিক্ষামূলক উক্তি : পর্ব - ২

rasikulindia

Salafi

Salafi User
Threads
37
Comments
46
Reactions
570
Credits
150
১. "গুনাহসমূহের জন্য এতটুকু শাস্তিই যথেষ্ট যে সেগুলো আপনাকে আল্লাহর ইবাদাত করা থেকে বিরত রাখে, যদিওবা আপনার ইচ্ছে ছিল ইবাদাত করার।" - [আদ-দা' পৃ ৮৭]

২. "এটি আশ্চর্যজনক ব্যাপার যে মানুষ সহজেই অনৈতিক উপার্জন ভক্ষণ করা, জুলুম করা এবং ব্যভিচার করা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে অথচ নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করা তাদের জন্য কঠিন হয়ে যায়।"

৩. "একজন বান্দা আল্লাহর সামনে দুই সময় দাঁড়ায়। প্রথম বার সালাতের সময় এবং দ্বিতীয় বার শেষ বিচারের দিনে। যে ব্যক্তি প্রথম বার যথাযথভাবে দাঁড়াবে, তার জন্য দ্বিতীয় বার দাঁড়ানো সহজ করে দেওয়া হবে। আর যে ব্যক্তি প্রথম বার দাঁড়ানোকে অবজ্ঞা করবে, তার জন্য দ্বিতীয় বার দাঁড়ানো অত্যন্ত কঠিন হয়ে যাবে।"

৪. "যতক্ষণ পর্যন্ত আপনি সালাত আদায় করছেন ততক্ষণ আপনি আল্লাহর দরজায় কড়া নাড়ছেন, আর যে কেউই আল্লাহর দরজায় কড়া নাড়ে (নিশ্চয়ই) আল্লাহ তার জন্য দরজা খুলে দেন।" - [আল-ফাওয়াইদ, পৃষ্ঠা ২৪৮]

৫. "কারো বিরোধিতা করাকে কঠিন মনে করবেন না এবং আল্লাহ ও তাঁর রাসূলের (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) পক্ষালম্বন করুন যদিও আপনি একা হয়ে থাকেন, কারণ তখন আল্লাহ আপনার সাথে থাকবেন।" - [আল ফাওয়া-ইদ]

৬. "পথের শুরুতে সবসময়ই কিছু দুঃখ-কষ্ট এবং পরীক্ষা থাকবে, তারপর আসে সবর ও আল্লাহর উপর ভরসা করার পর্যায় আর এর শেষ হলো জ্ঞান, পথনির্দেশনা এবং বিজয়।" - [শিফা আল-আলীল, পৃষ্ঠা ২৪৭]

৭. "যারা চিন্তা করে মিথ্যাচার সদাচারকে জয় করে, আল্লাহ্র উপর তাদের পরিপূর্ণ বিশ্বাস নেই।"

৮. "ধৈর্য হতে হবে এমন যে হৃদয় তাক্বদীরের উপর রাগান্বিত হবে না এবং মুখ কোনো অভিযোগ করবে না।"

৯. "যখন কোনো হৃদয় আল্লাহ ব্যতীত অন্য কিছুর দিকে ঝুঁকে পড়ে তখন আল্লাহ তাকে সেই জিনিসটির উপর নির্ভরশীল করে দেন। অতঃপর সে সেই জিনিসটি দ্বারা প্রতারিত হয়।"

১০. "এই দুনিয়ার জীবন হলো ছায়ার মতো। তুমি যদি একে ধরতে চাও তাহলে কখনো তাকে ধরতে পারবে না। কিন্তু তুমি যদি তাকে পিছনে ফেলে এগিয়ে যেতে থাকো তাহলে তোমার পিছু নেওয়া ছাড়া তার আর কোনো উপায় থাকবে না।"


 

Attachments

  • bani.webp
    bani.webp
    9.4 KB · Views: 94
Top