সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
rasikulindia

ইবনুল ক্বাইয়্যিম আজ-জাওযিয়্যাহর(রহিমাহুল্লাহ) কিছু শিক্ষামূলক উক্তি : পর্ব-৪

rasikulindia

Salafi

Salafi User
Threads
37
Comments
48
Reactions
569
Credits
190
১১. যদি অন্তর ভ্রষ্ট হয়, চোখের দৃষ্টিও ভ্রষ্ট হয়ে যাবে:

“আমাদের চোখ এবং অন্তরের মাঝে একটা সম্পর্ক রয়েছে যার ফলে একটির কারণে অন্যটি প্রভাবিত হয়। এদের একটি যদি ভালো থাকে তাহলে অন্যটিও ভালো থাকে, আবার একটি যদি ভ্রষ্ট হয় তাহলে অপরটিও ভ্রষ্ট হয়ে যায়। যদি অন্তর ভ্রষ্ট হয়, চোখের দৃষ্টিও ভ্রষ্ট হয়ে যাবে, আবার যদি চোখের দৃষ্টি ভ্রষ্ট হয় তাহলে অন্তরও ভ্রষ্ট হয়ে যাবে। একইভাবে, যদি এদের একটি প্রশান্ত থাকে, অপরটিও প্রশান্ত থাকবে। — [আল জাওয়াব আল কাফি — ইবনুল কাইয়্যিম, পৃ ১২৫]

১২. খারাপ কাজের একটি শাস্তি হলো কাজটির ফলে আরো খারাপ কাজ হয়:

“আমাদের পুর্ব প্রজন্মের একজন মানুষ বলেছিলেন, খারাপ কাজের একটি শাস্তি হলো আরো খারাপ কাজ হওয়া এবং ভালো কাজের একটি পুরষ্কার হলো আরো ভালো কাজ হওয়া।” — [আল-জাওয়াব আল-কাফি, পৃ ৩৬]

১৩. নিজের জন্য কেনাকাটা করুন (ভালো কাজ করার মাধ্যমে):

“নিজের জন্য কেনাকাটা করুন (ভালো কাজ করার মাধ্যমে) যতদিন আপনার জন্য বাজার রয়েছে এবং আপনার কেনাকাটার সামর্থ্য আছে।”

১৪. একজন প্রকৃত আন্তরিক উপদেশদাতা:

“একজন প্রকৃত আন্তরিক উপদেশদাতার উপদেশ আপনি গ্রহণ না করলেও তিনি কখনো আপনার প্রতি শত্রুতা পোষণ করবেন না।” — [আর-রুহ, পৃ ২৩৩]

১৫. সমগ্র দ্বীন হলো উত্তম চরিত্রের:

“সমগ্র দ্বীন হলো উত্তম চরিত্রের। সুতরাং যে তার চরিত্রে আপনার চেয়ে উত্তম হতে পেরেছে, সে দ্বীনদারীতেও আপনার চেয়ে উত্তম হয়েছে।”

১৬. আপনি যদি কুরআন থেকে উপকৃত হতে চান:

“আপনি যদি কুরআন থেকে উপকৃত হতে চান তাহলে তিলাওয়াতের সময় সম্পূর্ণ অন্তর দিন (কী বলা হচ্ছে বুঝতে চেষ্টা করুন), শোনার ব্যাপারে মনোযোগী হোন এবং কল্পনা করুন আল্লাহ আপনার সাথে সরাসরি কথা বলছেন।”— ইমাম ইবনুল কায়্যিম

১৭. জেনে রাখুন আপনি যাকে দান করছেন:

“জেনে রাখুন আপনি যাকে দান করছেন তার দানটি যতটুকু প্রয়োজন তার চাইতে অকল্পনীয় রকমের বেশি প্রয়োজনীয় বিষয় হলো আপনার এই দানটি আল্লাহর কাছে কবুল হওয়া।”

১৮. শয়তান আনন্দে উৎফুল্ল হয়েছিলো

“যখন আদম (আলাইহিস সালাম) জান্নাত থেকে নেমে এসেছিলেন তখন শয়তান আনন্দে উৎফুল্ল হয়েছিলো, কিন্তু সে জানতো না একজন ডুবুরি যখন সাগরে ডুব দেয়, সে মণি-মুক্তা সংগ্রহ করে আবার ভেসে ওঠে।”

১৯. পাপকাজের অনেক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে

“পাপকাজের অনেক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, তার মধ্যে একটি হলো তা আপনার কাছ থেকে জ্ঞান ছিনিয়ে নেবে।” — [আদ-দা’আ, পৃ ৬৫]

২০. তুমি আখিরাতের সন্তান হও

“তুমি আখিরাতের সন্তান হও, দুনিয়ার জীবনের সন্তান হয়ো না, নিশ্চয়ই সন্তান তার মা-কে অনুসরণ করে।” — [আল ফাওয়াইদ, পৃ ৭৯]



 
COMMENTS ARE BELOW

Zinnurine

Member

Threads
0
Comments
11
Reactions
7
Credits
11
ٱلسَّــلاَمُ عَلَيۡـكُمۡ وَرَحۡمَـةُ ٱللَّهِ وَبَرَكَاتُـــهُ
[আপনার উপর সালাম (শান্তি) এবং আল্লাহর রহমাত এবং বাড়কাহ্‌ বর্ষিত হোক।]
 
Top