সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
ইবনুল ক্বাইয়্যিম আজ-জাওযিয়্যাহর(রহিমাহুল্লাহ) কিছু শিক্ষামূলক উক্তি : পর্ব-৩

ইবনুল ক্বাইয়্যিম আজ-জাওযিয়্যাহর(রহিমাহুল্লাহ) কিছু শিক্ষামূলক উক্তি : পর্ব-৩

rasikulindia

Salafi

Salafi User
Threads
37
Comments
48
Reactions
569
Credits
190
১। ইমাম ইবনুল কাইয়্যিম বলেন: আপনার নিজ অন্তরকে খুঁজে পেতে চেষ্টা করুন তিনটি স্থানে

১) যখন কুর’আন তিলাওয়াত শুনবেন,​
২) যেসব মজলিশে (আল্লাহর) যিকির হয়,​
৩) এবং যখন (একাকী) গোপনে থাকবেন।​
এই জায়গাগুলোতে যদি আপনি তা খুঁজে না পান, তাহলে আল্লাহর কাছে দু’আ করুন যেন তিনি আপনাকে একটি অন্তর দান করেন, কেননা আপনার আসলে সেটি নেই। [ফাওয়াইদুল-ফাওয়াইদ, পৃ ৪৭৯]

২। আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন: অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায়।” — ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ), [মাদারিজ আল-সালিকিন, ২/৯৮]

৩। অনুশোচনার রাত:

“যে রাতের বেলায় কোন ব্যক্তি সলাতে দাঁড়িয়ে নিজের উপরে মুগ্ধ হয়ে ঘুম থেকে জাগে তার চেয়ে যে রাতে কোন ব্যক্তি অনুশোচনায় বারবার ঘুম থেকে জেগে ওঠে তা উত্তম।” — ইমাম ইবনে আল-কাইয়্যিম [মাদারিজ আল-সালেকিন, ১/১৮৩]

৪। আল্লাহভীতি আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্কে উন্নয়ন ঘটায়:

“আল্লাহকে ভয় করা এবং উত্তম চরিত্রের মাঝে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) একটি সম্পর্ক স্থাপন করেছিলেন, কেননা আল্লাহভীতি আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্কে উন্নয়ন ঘটায় এবং উত্তম চরিত্র একজন ব্যক্তির সাথে অন্যান্যদের সম্পর্ককে উন্নত করে। তাই একজন ব্যক্তির আল্লাহর প্রতি ভয় তার প্রতি আল্লাহর ভালোবাসা পাওয়াকে সম্ভাবনাময় করে এবং সুন্দর আচরণ একজন ব্যক্তির প্রতি অন্যদের ভালোবাসা প্রাপ্তিকে সম্ভাবনাময় করে তোলে। —ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ), [আল-ফাওয়াইদ, পৃ ৮৫]

৫। আল্লাহর অনুমতি ছাড়া কেউ নড়াচড়াও করতে পারে না:

“সকল গতি, স্থিতি, মুখনিঃসৃত বাণী এবং কাজ সংঘটিত হয় আল্লাহর অনুমতি এবং ইচ্ছার ফলেই। আল্লাহর অনুমতি ছাড়া কেউ নড়াচড়াও করতে পারে না, আল্লাহর ইচ্ছা ব্যতীত কেউ কোন কাজ করতে পারে না।” —ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)[আল-ফাওয়াইদ, পৃ ৯২]

৬। যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে:

“যারা আল্লাহর উপরে বিশ্বাস রাখে তাদের জন্য কষ্টকর সকল কাজগুলোই সহজ হয় যায় যখন তারা জানেন যে আল্লাহ তাদেরকে শুনছেন।” — ইমাম ইবনুল কাইয়্যিম আয-জাওযিয়্যাহ, [আল-ফাওয়াঈদ, পৃ ১১৯]

৭। অহংকার সৃষ্টি করা ভালো কাজ যখন কোন পাপের চাইতেও খারাপ

“যে ভালো কাজের ফলে অন্তরে অহংকার সৃষ্টি হয় তার চাইতে যে পাপের জন্য কোন ব্যক্তি আল্লাহর কাছে তার আত্মাকে সমর্পিত করে সেটি আল্লাহর কাছে বেশি পছন্দের।” — ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ), [আল-ফাওয়াইদ, পৃষ্ঠা-৯১]

৮। আপনি যখন আল্লাহকে ভয় করবেন তখন তাকে ভালোবাসবেন:

“আপনি যখন কোন সৃষ্টিকে ভয় করবেন তখন তার থেকে দূরে পালাতে চেষ্টা করবেন। আপনি যখন আল্লাহকে ভয় করবেন তখন তাকে ভালোবাসবেন এবং তার সাথে ঘনিষ্ট হওয়ার চেষ্টা করবেন।” — ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ)[আল-ফাওয়াঈদ, পৃ ৫৫]

৯। সময় নষ্ট করা মৃত্যুর চেয়েও নিকৃষ্টতর

“সময় নষ্ট করা মৃত্যুর চেয়েও নিকৃষ্টতর। যখন কেউ মারা যায় পৃথিবীর অধিবাসী ও দুনিয়ার সাথে তার সম্পর্ক ছিন্ন হয়; কিন্তু যখন কেউ সময় নষ্ট করে তখন আল্লাহর সাথে তার সম্পর্ক ছিন্ন হয়ে যায়।” —ইমাম ইবনুল কাইয়্যিম (রাহিমাহুল্লাহ),[আল ফাওয়াইদ, পৃষ্ঠা ৫৫]

১০। এমন লোক সম্ভবত রক্ষা পাবে না বরং ধ্বংস হবে:

“যে ব্যক্তি জ্ঞানবিহীন আমল করে সে তো ঐ ব্যক্তির মত যে কোন পথপ্রদর্শক (গাইড) ছাড়াই ভ্রমণ করে। আর এটা জানা কথা যে এমন লোক সম্ভবত রক্ষা পাবে না বরং ধ্বংস হবে।” — ইমাম ইবনুল কাইয়্যিম আল-জাওযিয়্যাহ, [মৃত্যু, ৭৫১ হিজরি, ১৩৫০ ঈসায়ী], [ মিফতাহ দার আস-সা’আদাহ, ১/৮২-৮৩]
 

Attachments

  • bani.webp
    bani.webp
    9.4 KB · Views: 57
Last edited by a moderator:
Top