একটি ঈমান বিধ্বংসী ফিতনার নাম হচ্ছে ইন্টারফেইথ বা আন্তঃধর্ম
বর্তমানে মুসলিমদের জন্য ইহুদীবাদীদের একটি বড় ষড়যন্ত্র ও ফিতনার নাম হচ্ছে ইন্টারফেইথ বা আন্তঃধর্ম। ইন্টারফেইথ বা আন্তঃধর্ম নামটি বিভিন্ন নাম দিয়ে প্রচারিত হতে পারে। যেমনঃ ইন্টারফেইথ ডায়ালগ, ইন্টারফেইথ হারমোনি, ইন্টারফেইথ এলিয়েন্স ইত্যাদি। নামগুলো শুনতে খুব সুন্দর শোনা গেলেও বাস্তবে এই ইন্টারফেইথ মুসলিমদের জন্য ঈমান বিধ্বংসী হবে।
“ইন্টারফেইথ ডায়ালগ” বাংলা করলে যার অর্থ দাড়ায় “আন্তঃধর্মীয় সংলাপ”। যার ভাবানুবাদ হলো সকল ধর্মের মধ্যে শান্তি ও সম্প্রীতির জন্য সমঝোতা করা। বিষয়টা শুনতে ভাল শোনা গেলেও এর পেছনে রয়েছে পবিত্র দ্বীন ইসলামের ক্ষতি সাধনের লক্ষে এক গভীর ষড়যন্ত্র। মোঘল বাদশাহ আকবর যেমন সব ধর্ম মিলিয়ে নতুন এক কুফরি ধর্ম “দ্বীন-ই-ইলাহি” চালু করেছিল, ইন্টারফেইথ তেমনি এক...