সৌদি আরবের ‘ইলমী গবেষণা ও ফাতাওয়া প্রদানের স্থায়ী কমিটি (আল-লাজনাতুদ দা’ইমাহ লিল বুহূসিল ‘ইলমিয়্যাহ ওয়াল ইফতা) প্রদত্ত ফাতওয়া—
প্রশ্ন: “ইদের দিন ফজর নামাজের সময় কুরবানির পশু জবেহ করা কি জায়েজ?”
উত্তর: “ইদের দিন ফজর নামাজের সময় কুরবানির পশু জবেহ করা জায়েজ নয়। জবেহ করার সময় হলো ইদের দিন ইদের নামাজের পর। আর যার ইদের নামাজ নেই—যেমন নির্জন প্রান্তরে অবস্থানকারী ব্যক্তি—তার জন্য জবেহের সময় হলো অন্যান্যদের ইদের নামাজ সমপরিমাণ সময়ের পর। জুনদুব বিন ‘আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু ‘আনহু) থেকে বর্ণিত, নাবী ﷺ বলেছেন, “যে ব্যক্তি নামাজের আগে জবেহ করেছে, সে যেন এর স্থলে আবার জবেহ করে।” (সাহীহ বুখারী, হা/৫৫৬২) তিনি ﷺ আরও বলেছেন, “যে আমাদের মতো নামাজ পড়বে এবং আমাদের কুরবানির মতো কুরবানি করবে, তার কুরবানি যথার্থ বলে গণ্য হবে। আর যে নামাজের পূর্বে জবেহ করেছে, সে যেন তদস্থলে আবার জবেহ করে।” (সাহীহ বুখারী, হা/৯৫৪ ও ৯৫৮; সাহীহ মুসলিম, হা/১৯৬২ ও ৪৯৬৬)
আর আল্লাহই তাওফীক্বদাতা। হে আল্লাহ, আমাদের নাবী মুহাম্মাদ, তাঁর পরিবার পরিজন ও সাহাবীগণের ওপর আপনি দয়া ও শান্তি বর্ষণ করুন।”
তথ্যসূত্র: ফাতাওয়া লাজনাহ দা’ইমাহ, ফাতওয়া নং: ২১৫৭; গৃহীত: ফাতাওয়া আহকামিল উদ্বহিয়্যাহ, পৃষ্ঠা: ৪৩-৪৪; দারুল ইখলাসি ওয়াস সাওয়াব, আলজিয়ার্স কর্তৃক প্রকাশিত; সন: ১৪৩৪ হি./২০১৩ খ্রি. (২য় প্রকাশ)।
অনুবাদক: মুহাম্মাদ ‘আব্দুল্লাহ মৃধা
www.facebook.com/SunniSalafiAthari
প্রশ্ন: “ইদের দিন ফজর নামাজের সময় কুরবানির পশু জবেহ করা কি জায়েজ?”
উত্তর: “ইদের দিন ফজর নামাজের সময় কুরবানির পশু জবেহ করা জায়েজ নয়। জবেহ করার সময় হলো ইদের দিন ইদের নামাজের পর। আর যার ইদের নামাজ নেই—যেমন নির্জন প্রান্তরে অবস্থানকারী ব্যক্তি—তার জন্য জবেহের সময় হলো অন্যান্যদের ইদের নামাজ সমপরিমাণ সময়ের পর। জুনদুব বিন ‘আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু ‘আনহু) থেকে বর্ণিত, নাবী ﷺ বলেছেন, “যে ব্যক্তি নামাজের আগে জবেহ করেছে, সে যেন এর স্থলে আবার জবেহ করে।” (সাহীহ বুখারী, হা/৫৫৬২) তিনি ﷺ আরও বলেছেন, “যে আমাদের মতো নামাজ পড়বে এবং আমাদের কুরবানির মতো কুরবানি করবে, তার কুরবানি যথার্থ বলে গণ্য হবে। আর যে নামাজের পূর্বে জবেহ করেছে, সে যেন তদস্থলে আবার জবেহ করে।” (সাহীহ বুখারী, হা/৯৫৪ ও ৯৫৮; সাহীহ মুসলিম, হা/১৯৬২ ও ৪৯৬৬)
আর আল্লাহই তাওফীক্বদাতা। হে আল্লাহ, আমাদের নাবী মুহাম্মাদ, তাঁর পরিবার পরিজন ও সাহাবীগণের ওপর আপনি দয়া ও শান্তি বর্ষণ করুন।”
তথ্যসূত্র: ফাতাওয়া লাজনাহ দা’ইমাহ, ফাতওয়া নং: ২১৫৭; গৃহীত: ফাতাওয়া আহকামিল উদ্বহিয়্যাহ, পৃষ্ঠা: ৪৩-৪৪; দারুল ইখলাসি ওয়াস সাওয়াব, আলজিয়ার্স কর্তৃক প্রকাশিত; সন: ১৪৩৪ হি./২০১৩ খ্রি. (২য় প্রকাশ)।
অনুবাদক: মুহাম্মাদ ‘আব্দুল্লাহ মৃধা
www.facebook.com/SunniSalafiAthari