‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

আশ'আরী আক্বীদাহর লোকেরা কি আহলুস সুন্নাহ ওয়াল জামা'আহর অন্তর্ভুক্ত?

Threads
6
Comments
11
Reactions
58
Credits
248
এ সম্পর্কে আমি প্রশ্নকারীকে বলবো: যদি তুমি তোমার প্রশ্ন দ্বারা বুঝাতে চাও, "তারা (আশা'ইরাহ) কি কাফির, নাকি কাফির নয়?

তাহলে আমি তোমাকে বলছি: তারা কাফির নয়, বরং তারা পথভ্রষ্ট। এবং একারণেই কতিপয় আহলুল ইল্ম বলেছেন: যারা সাধারণ (আম) অর্থে তাদেরকে আহলুস সুন্নাহর অন্তর্ভুক্ত হিসেবে উদ্দেশ্য করবে অর্থাৎ তারা আহ্লুল কিবলা, সেক্ষেত্রে বলা যায়, তারা এর অন্তর্ভুক্ত হবে। আর যে কেউ উদ্দেশ্য করবে যে, তারা সুনির্দিষ্ট (খাস) অর্থে আহলুস সুন্নাহ ওয়াল জামা'আহর অন্তর্ভুক্ত।

এরা দ্বারা উদ্দেশ্য করবে যে, তারা সুন্নাহপন্থী; বিদ'আতী নয়। তারা জামা'আত (মূল ধারা) এর অনুসারী ; বিচ্ছিন্নতাবাদী নয়। সেক্ষেত্রে বলা হবে, তারা সুনির্দিষ্ট অর্থে আহলুস সুন্নাহ ওয়াল জামা'আহ-র অন্তর্ভুক্ত নন। এবং তারা অন্যদের (জাহমী, কাদারী ইত্যাদি) চেয়ে উত্তম। একারণেই শাইখুল ইসলাম ইবনু তাইমিয়্যাহ "মিনহাজুস সুন্নাহ আন নাবাওয়িয়্যাহ" গ্রন্থে বিস্তারিত পর্যালোচনা শেষে তিনি রহিমাহুল্লাহ বলেন : "রাফিদ্বাহ এর মোকাবেলায় "আশা'ইরাহ" আহলুস সুন্নাহ বলে বিবেচিত হবে।"

শাইখ মাশহুর বিন হাসান আল সালমান (জর্ডান)
 

Share this page