‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

অন্যান্য আলি বিন হুসাইন (রহ.) ও রাতের সদকা

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Threads
820
Comments
967
Reactions
9,087
Credits
4,146
জাইনুল আবিদিন আলি বিন হুসাইন (রহ.) রাতের অন্ধকারে নিজ পিঠে করে মিসকিনদের খাবার দিয়ে আসতেন। তিনি বলতেন, ‘রাতের আঁধারের সদকা রবের ক্রোধ নির্বাপক।' মদিনার অনেক লোক তাদের আহার পেয়ে যেতেন, কিন্তু তারা জানতেন না যে–এ খাবার কোত্থেকে আসছে। একদিন আলি বিন হুসাইন রহ. মারা গেলেন। তখন থেকে সে মিসকিনদের ঘরে রাতের বেলা আর কোনো খাবার আসত না। তা ছাড়া তারা আলি রহ.-এর পিঠে রাতের বেলায় আটা বহনের কারণে হওয়া দাগ দেখে এ সদকার ইঙ্গিতই পেয়েছিলেন । তিনি একাই একশত পরিবারের ভরণপোষণ করতেন!!

– তাহজিবুল কামাল : ২০/৩৯২, তারিখু দিমাশক : ৪১/৩৮৩-৩৮৪
– অন্তরের আমল, ১ম খন্ড, শাইখ সালেহ আল মুনাজ্জিদ, রুহামা পাবলিকেশন
 

Share this page