সৌদি আরবের সাবেক গ্রান্ড মুফতি শাইখ বিন বায (রহঃ) বলেন, মাহরুম (বঞ্চিত) ব্যক্তি ব্যতীত কেউ আযানের উত্তর দেওয়া থেকে বিরত থাকে না ,আযানের অনুসরণে (উত্তর প্রদানে) বড় চারটি ফজিলত রয়েছে:
. গুণাহ মাফ
. জান্নাতে প্রবেশ
. তাঁর(নবী)ছাঃ এর সুপারিশের সৌভাগ্য
. আযানের উত্তরের পরে দুআ কবুল।
ইবনু জুরাইজ রহিঃ বলেন, সালাফগণ মুয়াজ্জিনের (আযান) মনোযোগ দিয়ে শুনতেন যেভাবে তারা কুরআন তিলাওয়াত শুনতেন।
– ফাতহুল বারী, ২য় খণ্ড, পৃষ্ঠা নং ৯২
. গুণাহ মাফ
. জান্নাতে প্রবেশ
. তাঁর(নবী)ছাঃ এর সুপারিশের সৌভাগ্য
. আযানের উত্তরের পরে দুআ কবুল।
ইবনু জুরাইজ রহিঃ বলেন, সালাফগণ মুয়াজ্জিনের (আযান) মনোযোগ দিয়ে শুনতেন যেভাবে তারা কুরআন তিলাওয়াত শুনতেন।
– ফাতহুল বারী, ২য় খণ্ড, পৃষ্ঠা নং ৯২