Asking আয়াতে সাকিনাহ

আয়াতে সাকিনাহ বলতে বুঝানো হয় যে আয়াত যা পড়ার সময় মন ও হৃদয়ে শান্তি এনে দেয়। যে আয়াতে মানুষের জীবন এবং মন কে আনন্দ ইত্যাদি ভাবগুলি নিঽষ্পাদন করার সাথে সাথে পড়াকালে মন অস্থির হয়ে যায় ও সামান্য নিঃশ্বাস নেয়ার আগেই মন শান্ত হয়ে ওঠে। আয়াতে সাকিনাহ হলো খুব সহজে মন ও হৃদয়ে প্রবেশ করে এবং মনের মধ্য রোগিনী ভাবনার সময় মনে শান্তি আনবে। এটি করা যায় এই বিশ্বাস যে, আয়াতে সাকিনাহ পাঠ করলে মন ও হৃদয়ে শান্তি এনে যাবে এবং মনের মধ্য রোগিনী ভাবনার সময় মনে শান্তি আনবে। একবার এই ধারণায় বিশ্বাস পাচ্ছে মানুষ তার আবার লাভ করতে চাইলে প্রতিদিন নিশ্চিত সময় সময়ে আয়াতে সাকিনাহ পাঠ করতে পারে। এটি আইন-এ-শারিয়াহ ও নবী সালল্লাহু আলাইহি-ওয়া সাল্লামের জীবনে মনে আছে। প্রতিবার ঊন্নতি দিতে চাইলে যেখানে কখনই সময় নেই, এক ঘেন্টা ও পাঠ করতে পারে। এর মধ্যে ছিলেন আয়াতুল কুরসী, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়, আল্লাহুমা আমিন।
 
Back
Top