খালাফ বিন হাওশাব হ’তে বর্ণিত তিনি বলেন,
‘ওমর (রাঃ) বলতেন, আমি দুনিয়ার বিষয়ে ভেবে দেখলাম যে, যখনই দুনিয়ার কোন কিছু চেয়েছি তখনই পরকাল বিনষ্ট করেছি। আর যখনই পরকাল চেয়েছি তখনই দুনিয়ায় ক্ষতিগ্রস্থ হয়েছি। যখন বিষয়টি এমনই তখন নশ্বর পৃথিবীতে ক্ষতিগ্রস্থ হও’।
--- ইমাম আহমাদ, আয-যুহুদ ১/১২৫-১২৬; হিলইয়াতুল আওলিয়া ১/৪৯, সনদ ছহীহ তবে ইনকেতা‘ রয়েছে, মাহযুছ ছাওয়াব..তাহক্বীক আব্দুল আযীয বিন মুহাম্মাদ; আব্দুস সালাম বিন মুহসিন, দিরাসাতুন নাক্বদিয়াতু ফী মারবিয়াতিল ওয়ারেদাতে ফী শাখছিয়াতে উমর ১/৩৪৩
‘ওমর (রাঃ) বলতেন, আমি দুনিয়ার বিষয়ে ভেবে দেখলাম যে, যখনই দুনিয়ার কোন কিছু চেয়েছি তখনই পরকাল বিনষ্ট করেছি। আর যখনই পরকাল চেয়েছি তখনই দুনিয়ায় ক্ষতিগ্রস্থ হয়েছি। যখন বিষয়টি এমনই তখন নশ্বর পৃথিবীতে ক্ষতিগ্রস্থ হও’।
--- ইমাম আহমাদ, আয-যুহুদ ১/১২৫-১২৬; হিলইয়াতুল আওলিয়া ১/৪৯, সনদ ছহীহ তবে ইনকেতা‘ রয়েছে, মাহযুছ ছাওয়াব..তাহক্বীক আব্দুল আযীয বিন মুহাম্মাদ; আব্দুস সালাম বিন মুহসিন, দিরাসাতুন নাক্বদিয়াতু ফী মারবিয়াতিল ওয়ারেদাতে ফী শাখছিয়াতে উমর ১/৩৪৩