ইবরাহিম তাইমি (রাহিমাহুল্লাহ) বলেন :
‘আমি নিজেকে কল্পনায় জান্নাতে ভ্রমণ করালাম। জান্নাতের ফল খেলাম। পানি পান করলাম তার নদীগুলো থেকে। জান্নাতের হুরদের সাথে আলিঙ্গন করলাম। এরপর নিজেকে আমি কল্পনায় জাহান্নামের ভ্রমণে নিয়ে গেলাম। জাহান্নামের জাক্কুম ফল খেলাম। পুঁজ পান করলাম। নিজেকে জাহান্নামের শিকলে বেঁধে রেখে অনুশীলন করলাম। এরপর নিজের আত্মাকে বললাম, হে আমার আত্মা, তুমি কোনটি চাও? আত্মা জবাব দিল, আমি দুনিয়াতে ফিরে যেতে চাই। সেখানে আমি সৎ আমল করব। আমি বললাম, তুমি এখন নিরাপদেই আছ, তাই আমল করে নাও।’
– মুহাসাবাতুন নফস : ১০
– অন্তরের আমল (২য় খন্ড), শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ, রুহামা পাবলিকেশন
‘আমি নিজেকে কল্পনায় জান্নাতে ভ্রমণ করালাম। জান্নাতের ফল খেলাম। পানি পান করলাম তার নদীগুলো থেকে। জান্নাতের হুরদের সাথে আলিঙ্গন করলাম। এরপর নিজেকে আমি কল্পনায় জাহান্নামের ভ্রমণে নিয়ে গেলাম। জাহান্নামের জাক্কুম ফল খেলাম। পুঁজ পান করলাম। নিজেকে জাহান্নামের শিকলে বেঁধে রেখে অনুশীলন করলাম। এরপর নিজের আত্মাকে বললাম, হে আমার আত্মা, তুমি কোনটি চাও? আত্মা জবাব দিল, আমি দুনিয়াতে ফিরে যেতে চাই। সেখানে আমি সৎ আমল করব। আমি বললাম, তুমি এখন নিরাপদেই আছ, তাই আমল করে নাও।’
– মুহাসাবাতুন নফস : ১০
– অন্তরের আমল (২য় খন্ড), শাইখ মুহাম্মাদ সালেহ আল মুনাজ্জিদ, রুহামা পাবলিকেশন
Last edited: