‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

আমি তাকে দেখে আশ্চর্যান্বিত হই

Golam Rabby

Knowledge Sharer

ilm Seeker
HistoryLover
Q&A Master
Salafi User
Top Active User
Threads
748
Comments
884
Reactions
8,042
Credits
3,966
আমি তাকে দেখে আশ্চর্যান্বিত হই, নিশ্চিত মৃত্যু অপেক্ষা করছে জেনেও যে আনন্দিত হয়।

আমি তাকে দেখে আশ্চর্যান্বিত হই, যে ব্যক্তি জানে যে, জাহান্নাম সত্য, তারপরও সে হাসে।

আমি তাকে দেখে আশ্চর্যান্বিত হই, যে তার চোখের সামনে মানুষের অবস্থা বদলে যেতে দেখে, তবু সে নিজেকে নিরাপদ ভাবে।

আমি তাকে দেখে আশ্চার্যান্বিত হই, যে জানে তাকদীর সত্য, তারপরও সে নিজেকে হয়রান করে। [সে হন্যে হয়ে জীবনের সম্পদ অনুসন্ধান করায় ব্যস্ত থাকে, যদিও সে ততটুকুই উপার্জন করতে পারবে যতটা তার তাকদীরে নির্ধারণ করা হয়েছিল। আল্লাহ এই নিয়ম তৈরি করে দিয়েছেন, যাতে মানুষকে তার জীবিকা সন্ধান করতে হয় বিনয়ের সাথে এবং বৈধ উপায়ে। তিনি আরও বিধান দিয়েছেন যে মানুষকে আল্লাহর প্রতি, তার পরিবারের প্রতি, আত্মীয়দের প্রতি এবং সমগ্র মানবজাতির প্রতি বিভিন্ন দায়-দায়িত্ব পালন করতে হবে]


– ইহইয়াউ উলূমিদ্দিন, খন্ড: ৩
– যে জীবন মরীচিকা, সমকালীন প্রকাশন
 

Share this page