উত্তর : চিকিৎসকের পরামর্শ মোতাবেক ক্ষতির আশংকা না থাকলে হায়েয বন্ধের জন্য ওষুধ সেবন করতে পারে। জনৈক মহিলা ওষুধ সেবন করে হায়েয বন্ধ করার ব্যাপারে ইবনু ওমর (রাঃ)-কে জিজ্ঞেস করলে তিনি বলেন, এতে কোন দোষ নেই (মুছান্নাফ আব্দুর রাযযাক হা/১২১৯-২০ কাশশাফুল কেনা‘ ১/২১৮)।
এক্ষণে কারো যদি ওষুধ সেবন করা সম্ভব না হয় তাহ’লে ইহরাম ছাড়াই মক্কায় প্রবেশ করবে এবং পবিত্র হ’লে ইহরাম বেঁধে ওমরাহর কার্যাবলী সম্পাদন করবে (উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ২৪/৩৫১)।
এক্ষণে কারো যদি ওষুধ সেবন করা সম্ভব না হয় তাহ’লে ইহরাম ছাড়াই মক্কায় প্রবেশ করবে এবং পবিত্র হ’লে ইহরাম বেঁধে ওমরাহর কার্যাবলী সম্পাদন করবে (উছায়মীন, মাজমূ‘ ফাতাওয়া ২৪/৩৫১)।
সূত্র: আত-তাহরীক।
Last edited: