ইসমাইল ইবনু মুহাম্মাদ ইবনু সাদ তার বাবার কাছ থেকে, তিনি সাদ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণনা করেন, এক ব্যক্তি নবি (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে এসে বলে, “আমাকে সংক্ষেপে কিছু উপদেশ দিন।” নবি (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তখন বলেন,
“মানুষের অর্থ-সম্পদের প্রতি কোনো ধরনের আশা রেখো না। লোভ-লালসা থেকে বিরত থাকবে। কেননা এটা স্বয়ং দারিদ্র। এমনভাবে সালাত আদায় করবে, যেন এটা তোমার জীবনের শেষ সালাত। এমন কাজ থেকে বিরত থাকবে, যে কারণে তোমাকে ক্ষমা চাইতে হয়।”
– হাকিম, আল মুস্তাদারাক: ৪/৩২৬
– শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা, সন্দীপন প্রকাশন (মূল গ্রন্থ: আয-যুহদুল কাবীর, ইমাম বায়হাকি)
“মানুষের অর্থ-সম্পদের প্রতি কোনো ধরনের আশা রেখো না। লোভ-লালসা থেকে বিরত থাকবে। কেননা এটা স্বয়ং দারিদ্র। এমনভাবে সালাত আদায় করবে, যেন এটা তোমার জীবনের শেষ সালাত। এমন কাজ থেকে বিরত থাকবে, যে কারণে তোমাকে ক্ষমা চাইতে হয়।”
– হাকিম, আল মুস্তাদারাক: ৪/৩২৬
– শ্রেষ্ঠ প্রজন্মের দুনিয়াবিমুখতা, সন্দীপন প্রকাশন (মূল গ্রন্থ: আয-যুহদুল কাবীর, ইমাম বায়হাকি)