‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

আব্দুল্লাহ বিন উমর (রাদিআল্লাহু আনহু) এর ধার্মিকতা

নাফি বলেন :

‘ইবনে উমর একটি বাঁশির আওয়াজ শুনলেন। সাথে সাথে তিনি দুকানে দুআঙুল গুঁজে দিলেন এবং পথ থেকে সরে গেলেন। এরপর আমাকে বললেন, “নাফি, তুমি কি কিছু শুনতে পাচ্ছ?” আমি উত্তর দিলাম, “না।” এরপর তিনি কান থেকে আঙুল সরিয়ে নিলেন।’

– সুনানু আবি দাউদ : ৪৯২৪, মুসনাদু আহমাদ : ৪৫৩৫; হাদিসটি হাসান
 

Share this page