সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
Golam Rabby

গল্প আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রাঃ) কতৃক তাঁর ছেলেকে দেওয়া উপদেশ

বিভিন্ন আছারে বর্ণিত হয়েছে,

‘যখন আব্দুল্লাহ ইবনে মাসঊদ (রাঃ) মৃত্যুর সন্নিকটে উপস্থিত হলেন, তখন তিনি তার ছেলেকে ডেকে বললেন, হে আব্দুর রহমান ইবনু আব্দুল্লাহ ইবনু মাসঊদ, আমি তোমাকে পাঁচটি কাজের উপদেশ দিচ্ছি, তুমি সেগুলো রক্ষা কর।

১. মানুষের নিকট (দুনিয়া সম্পর্কে) নিরাশা প্রকাশ কর, কারণ এটি একটি উত্তম সম্পদ।

২. তুমি মানুষের নিকট প্রয়োজনের কথা বলা পরিহার কর। কারণ এটাই উপস্থিত দারিদ্র্য।

৩. তুমি যেসব বিষয়ে অযুহাত পেশ কর, তা ছেড়ে দাও এবং সে ধরনের কাজ কর না।

৪. তুমি যদি এমন একটি দিন আনতে সক্ষম হও, যেটা গতকালের চেয়ে ভালো তবে তা কর।

৫. যখন তুমি ছালাত আদায় করবে, তখন বিদায়ী ব্যক্তির ন্যায় ছালাত আদায় করবে, যেন তুমি তার পরে আর ছালাত আদায় করতে পারবে না’।

– ইবনু আবীদ্দুনিয়া, আল মুহতাযিরীন হা/ ১০৩; আল-মুতামান্নিঈন হা/৯৩; কুরতুবী, আত-তাযকিরা ১/১৯৩ পৃ.
 
Top