সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

অন্যান্য আপনি কি উম্মাতে মুসলিমাহ-কে সাহায্য করতে চান?

Yiakub Abul Kalam

Altruistic

Uploader
Exposer
Salafi User
Threads
151
Comments
158
Reactions
1,286
Credits
1,128
আপনি কি উম্মাতে মুসলিমাহ-কে সাহায্য করতে চান?
আপনি কি চান, মুসলিমদের বিরুদ্ধে কাফেরদের যাবতীয় ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাক?
আপনি কি সুন্নাতের বুলন্দ ও বিদ'আতের ধুলিসাৎ করতে আগ্রহী?

বিষয়টা খুবই সহজ।

নিজের উপর আগে সুন্নাত ও দ্বীন বাস্তবায়ন করুন। এরপর ক্রমান্বয়ে নিকটজনদের উপর বাস্তবায়নের চেষ্টা করুন।

আর এভাবেই ইনশাআল্লাহ উম্মতে মুসলিমাহ ও সুন্নাহর অনুসারীরা যমিনে শাসন ফিরে পাবে।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন: "তোমাদের মধ্যে যারা ঈমান আনবে‌ ও আমলে ছালেহ করবে, আল্লাহ তাদেরকে পূর্ববর্তীদের ন্যায় যমিনে শাসন দান করবেন, তাদের জন্য আল্লাহর পছন্দনীয় দ্বীনকে শক্তিশালী করে দেবেন এবং যাবতীয় ভয়-ভীতির পরে এটাকে নিরাপত্তা ও নিশ্চিন্ততায় পরিণত করে দেবেন। (এসবের শুকরিয়া স্বরূপ শুধু) তারা আমার ইবাদত করবে, কাউকে আমার সাথে শরীক করবে না। এরপরেও যারা কুফরী করবে (উক্ত নিয়ামতের অকৃতজ্ঞতা করবে) তারাই ফাসেক। --(সূরা নূর:৫৫)

আবারো বলছি, বিষয়টা অতীব সহজ।

তো এসবের প্রথম ধাপ হলো, সালাফে ছালেহীনের বুঝ অনুপাতে কুরআন ও সহীহ সুন্নাহর উপর ভিত্তিশীল ইলমে শার'য়ী বা শরীয়তের জ্ঞানার্জনে আত্মনিয়োগ করতে হবে। এবং সে অনুযায়ী নিজে আমল করতে হবে।
এরপরে মানুষকে এদিকে ডাকতে হবে। আর এই দাওয়াত শুরু করবেন ক্রমান্বয়ে নিকটজনদের কাছ থেকে।
আর অবশ্যই এসব ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে।

আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা বলেন: "সময়ের শপথ! নিশ্চয়ই সকল মানুষ ক্ষতিগ্রস্ত। তবে তারা ব্যতীত: যারা ঈমান আনে, আমলে ছালেহ করে, পরস্পরকে সত্যের উপদেশ দেয় এবং পরস্পরকে ধৈর্যের পরামর্শ দেয়"। (সূরা 'আছর)

ভয় পাবেন না। সাহস হারাবেন না।
সাহায্য অবশ্যই আসবে।
কারণ মিথ্যা একবার প্রকাশ পেলেও সত্যের প্রকাশ বারবার।

✓[শায়খ محمد بن عمر بازمول এর পেজ থেকে অনূদিত]

--ইয়াকুব বিন আবুল কালাম
 
Top