প্রশ্ন- আদম (আঃ)-কে যখন পৃথিবীতে নামিয়ে দেওয়া হ'ল তখন তিনশত বছর যাবৎ কেঁদেছিলেন কি? এ দেশের কোন কোন বইয়ে এমনটি লেখা পাওয়া যায়। আর শেষ পর্যন্ত আদম (আঃ) মুহাম্মাদ (সঃ)-এর দোহাই দিয়ে ক্ষমা চাইলে ক্ষমা হয় ।
উত্তরঃ আদম (আঃ) তাঁর ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন (আরাফ ২৩)। তবে কতদিন ক্ষমা চেয়েছিলেন তার কোন প্রমাণ নেই। কাজেই তিন শত বছর ক্ষমা চেয়েছিলেন এ কথা মিথ্যা। আদম (আঃ) মুহাম্মাদ (সঃ)-এর দোহাই দিয়ে দো'আ করেছিলেন, এ কথার প্রমাণে পেশকৃত হাদীছটি জাল (সিলসিলা যঈফা ১ম খণ্ড, হা/২৫)। এ হাদীছের উপর ভিত্তি করে এ ঘটনা বর্ণনা করলে আদম (আঃ)-এর উপর অপবাদ আরোপ করা হবে।
উত্তরঃ আদম (আঃ) তাঁর ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন (আরাফ ২৩)। তবে কতদিন ক্ষমা চেয়েছিলেন তার কোন প্রমাণ নেই। কাজেই তিন শত বছর ক্ষমা চেয়েছিলেন এ কথা মিথ্যা। আদম (আঃ) মুহাম্মাদ (সঃ)-এর দোহাই দিয়ে দো'আ করেছিলেন, এ কথার প্রমাণে পেশকৃত হাদীছটি জাল (সিলসিলা যঈফা ১ম খণ্ড, হা/২৫)। এ হাদীছের উপর ভিত্তি করে এ ঘটনা বর্ণনা করলে আদম (আঃ)-এর উপর অপবাদ আরোপ করা হবে।
বক্তা ও শ্রোতার পরিচয়
প্রকাশক : আবদুর রাযযাক বিন ইউসুফ
নওদাপাড়া, পোঃ সপুরা, রাজশাহী।
প্রকাশক : আবদুর রাযযাক বিন ইউসুফ
নওদাপাড়া, পোঃ সপুরা, রাজশাহী।
Last edited: