সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

প্রশ্নোত্তর আদম (আঃ) তিনশত বছর যাবৎ কেঁদেছিলেন আর শেষ পর্যন্ত আদম (আঃ) মুহাম্মাদ (সঃ)-এর দোহাই দিয়ে ক্ষমা চাইলে ক্ষমা হয় । এ কথা কি সত্য?

Md Atiar Rahaman Halder

Salafi

Salafi User
Threads
62
Comments
84
Reactions
771
Credits
422
প্রশ্ন- আদম (আঃ)-কে যখন পৃথিবীতে নামিয়ে দেওয়া হ'ল তখন তিনশত বছর যাবৎ কেঁদেছিলেন কি? এ দেশের কোন কোন বইয়ে এমনটি লেখা পাওয়া যায়। আর শেষ পর্যন্ত আদম (আঃ) মুহাম্মাদ (সঃ)-এর দোহাই দিয়ে ক্ষমা চাইলে ক্ষমা হয় ।

উত্তরঃ আদম (আঃ) তাঁর ভুলের জন্য ক্ষমা চেয়েছিলেন (আরাফ ২৩)। তবে কতদিন ক্ষমা চেয়েছিলেন তার কোন প্রমাণ নেই। কাজেই তিন শত বছর ক্ষমা চেয়েছিলেন এ কথা মিথ্যা। আদম (আঃ) মুহাম্মাদ (সঃ)-এর দোহাই দিয়ে দো'আ করেছিলেন, এ কথার প্রমাণে পেশকৃত হাদীছটি জাল (সিলসিলা যঈফা ১ম খণ্ড, হা/২৫)। এ হাদীছের উপর ভিত্তি করে এ ঘটনা বর্ণনা করলে আদম (আঃ)-এর উপর অপবাদ আরোপ করা হবে।​

বক্তা ও শ্রোতার পরিচয়
প্রকাশক : আবদুর রাযযাক বিন ইউসুফ
নওদাপাড়া, পোঃ সপুরা, রাজশাহী।​
 
Last edited:
COMMENTS ARE BELOW
Top