মাহূল আশ-শামী (রহঃ) বলেন,
কোন বান্দা যখন রাতের বেলা ঘুমাতে যাবে, তখন তার কর্তব্য হ'ল দিনের কাজ-কর্ম নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করবে। যদি কোন ভাল কাজ করে থাকে, তবে এর জন্য আল্লাহ্র প্রশংসা করবে। আর যদি কোন পাপ করে থাকে, তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং সেই পাপ থেকে অতিসত্বর তওবা করে ফিরে আসবে। যদি সে চিন্তা-ভাবনার এই কাজটি না করতে পারে, তবে তার তুলনা হ'ল সেই ব্যবসায়ীর মতো, যে হিসাব না করে দেদারচে খরচ করে, অবশেষে নিজের অজান্তেই সর্বস্বান্ত হয়ে যায়।
(আবুল লায়েস সামারকান্দি, তাম্বীহুল গাফেলীন, পৃ.৭৫২)
কোন বান্দা যখন রাতের বেলা ঘুমাতে যাবে, তখন তার কর্তব্য হ'ল দিনের কাজ-কর্ম নিয়ে গভীরভাবে চিন্তা-ভাবনা করবে। যদি কোন ভাল কাজ করে থাকে, তবে এর জন্য আল্লাহ্র প্রশংসা করবে। আর যদি কোন পাপ করে থাকে, তাহলে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং সেই পাপ থেকে অতিসত্বর তওবা করে ফিরে আসবে। যদি সে চিন্তা-ভাবনার এই কাজটি না করতে পারে, তবে তার তুলনা হ'ল সেই ব্যবসায়ীর মতো, যে হিসাব না করে দেদারচে খরচ করে, অবশেষে নিজের অজান্তেই সর্বস্বান্ত হয়ে যায়।
(আবুল লায়েস সামারকান্দি, তাম্বীহুল গাফেলীন, পৃ.৭৫২)