আল্লাহ তাআলা বলেন, “তাদের জন্যে তাদের ওপর থেকে (ছায়াদানকারী) আগুনের মেঘমালা থাকবে, তাদের নিচের দিক থেকেও থাকবে আগুনেরই বিছানা; এ হচ্ছে সে (বীভৎস) আযাব, যা দিয়ে আল্লাহ তাআলা তাঁর বান্দাদের ভয় দেখাচ্ছেন; (এরপর আল্লাহ বলেন, অতএব) হে আমার বান্দারা, তোমরা আমাকে ভয় করো ।" (সূরা যুমার: আায়ত ১৬)
মাথার উপরে যেমন থাকবে আগুনের ছাউনী তেমনই পায়ের নিচেও থাকবে আগুন। নাউযুবিল্লাহ!
ইয়ালা ইবনে মুনাব্বাহ (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (স) বলেছেন, “মহিমান্বিত আল্লাহ জাহান্নামীদের জন্য কালো মেঘমালা তৈরি করবেন এবং তাদেরকে জিজ্ঞেস করবেন, হে জাহান্নামবাসী! তোমরা (এ মেঘ থেকে) কি চাও?” তারা এটাকে দুনিয়ার মেঘের মতো মনে করে বলবে, “আমরা চাই এ মেঘ থেকে বৃষ্টি বর্ষিত হোক। তখন ঐ মেঘ হতে বেড়ী, শৃঙ্খল ও আগুনের অঙ্গার বর্ষিত হতে শুরু করবে, যার শিখা তাদেরকে জ্বালাতে-পুড়াতে থাকবে এবং তাদের গলায় যে বেড়ি ও শিকল থাকবে ঐগুলোর সাথে এগুলোও যুক্ত করে দেওয়া হবে ।" (ইবনে আবি হাতিম, ইবনে কাসীর- ১৬/৪৪২)
[বই- কবর কিয়ামাত আখিরাত (সবুজপত্র পাবলিকেশন)]
মাথার উপরে যেমন থাকবে আগুনের ছাউনী তেমনই পায়ের নিচেও থাকবে আগুন। নাউযুবিল্লাহ!
ইয়ালা ইবনে মুনাব্বাহ (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (স) বলেছেন, “মহিমান্বিত আল্লাহ জাহান্নামীদের জন্য কালো মেঘমালা তৈরি করবেন এবং তাদেরকে জিজ্ঞেস করবেন, হে জাহান্নামবাসী! তোমরা (এ মেঘ থেকে) কি চাও?” তারা এটাকে দুনিয়ার মেঘের মতো মনে করে বলবে, “আমরা চাই এ মেঘ থেকে বৃষ্টি বর্ষিত হোক। তখন ঐ মেঘ হতে বেড়ী, শৃঙ্খল ও আগুনের অঙ্গার বর্ষিত হতে শুরু করবে, যার শিখা তাদেরকে জ্বালাতে-পুড়াতে থাকবে এবং তাদের গলায় যে বেড়ি ও শিকল থাকবে ঐগুলোর সাথে এগুলোও যুক্ত করে দেওয়া হবে ।" (ইবনে আবি হাতিম, ইবনে কাসীর- ১৬/৪৪২)
[বই- কবর কিয়ামাত আখিরাত (সবুজপত্র পাবলিকেশন)]