আকিদা প্রকারের সংখ্যা বিভিন্ন মতের হতে পারে, তবে সাধারণত আকিদাকে তিনটি প্রকারে ভাগ করা হয়- ইসলাম, মানবতাবাদ, বিচার ও মতানৈক্যবাদ। আকিদা মানে হল একজন ব্যক্তির বিশ্বাস ও অর্থগত ধারণা। ইসলামে আকিদা হল আল্লাহর অসল ও বিশ্বাসী পরিচয়ের প্রকাশ। মানবতাবাদে আকিদা মানে হল মর্যাদার ও মানবিক অন্তর্ভুক্তিতা বজায় রাখার ধারণা। যেমন- মানবাধিকার, সমান অধিকার প্রতিরোধ ইত্যাদি। বিচার ও মতানৈক্যবাদে আকিদা মানে হল তত্ত্ব এবং মত সাম্প্রদায়িকতার প্রমাণ ও পরিমাপন, ধারণা বজায় রাখার ক্ষেত্রে বিভিন্ন মানবিক উত্পাদ ও কার্যকারিতা।