“আঁটসাঁট পোশাক পরা নারী পুরুষ সবার জন্য মাকরুহ। শরয়ি পোশাক হলো এমন আঁটসাঁট না হওয়া যাতে করে লজ্জস্থানের অবয়ব ফুটে উঠে এবং অতিরিক্ত ঢিলেঢালাও না হওয়া; বরং এ দুটোর মাঝামাঝি মধ্যম পর্যায়ের হওয়া।
তবে নামায সহিহ হবে; যদি পোশাকটি সতর আচ্ছাদনকারী হয়। কিন্তু কোন মুমিন নর ও নারীর জন্য এমন আঁটসাঁট পোশাক পরা মাকরুহ। পোশাক হবে আঁটসাঁট ও ঢিলেঢালার মাঝামাঝি। এটাই হওয়া উচিত।”
[ফতোয়া সূত্র: মাজমুউ ফাতাওয়াশ শাইখ বিন বায (২৯/২১৭); ইসলাম কিউএ.ইনফো, ফতোয়া নং ১০৩৪৩৩]
তবে নামায সহিহ হবে; যদি পোশাকটি সতর আচ্ছাদনকারী হয়। কিন্তু কোন মুমিন নর ও নারীর জন্য এমন আঁটসাঁট পোশাক পরা মাকরুহ। পোশাক হবে আঁটসাঁট ও ঢিলেঢালার মাঝামাঝি। এটাই হওয়া উচিত।”
[ফতোয়া সূত্র: মাজমুউ ফাতাওয়াশ শাইখ বিন বায (২৯/২১৭); ইসলাম কিউএ.ইনফো, ফতোয়া নং ১০৩৪৩৩]