একবার ফুযাইল ইবনু ইয়ায ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারককে বলেন,
আপনি সবাইকে দুনিয়াবিমুখ হতে বলেন, অর্থসম্পদের মোহ ত্যাগ করতে বলেন, অথচ আপনি নিজেই তো জমিয়ে ব্যবসা করছেন! তখন ইবনুল মুবারক বলেন, অর্থসম্পদ উপার্জন আর সম্পদের প্রতি লালসা এক নয়। আমি অর্থ উপার্জন করি আত্মমর্যাদা রক্ষা করে চলার জন্য; অন্যের করুণার পাত্র হওয়া থেকে বেঁচে থাকার জন্য এবং দ্বীনের পথে অকাতরে দান করার জন্য।
– সিয়ারু আলামিন নুবালা, খন্ড: ৮
– আব্দুল্লাহ ইবনু মুবারাক: জীবন ও কর্ম, সমকালীন প্রকাশন*
* সমকালীন সালাফী প্রকাশনী নয়
আপনি সবাইকে দুনিয়াবিমুখ হতে বলেন, অর্থসম্পদের মোহ ত্যাগ করতে বলেন, অথচ আপনি নিজেই তো জমিয়ে ব্যবসা করছেন! তখন ইবনুল মুবারক বলেন, অর্থসম্পদ উপার্জন আর সম্পদের প্রতি লালসা এক নয়। আমি অর্থ উপার্জন করি আত্মমর্যাদা রক্ষা করে চলার জন্য; অন্যের করুণার পাত্র হওয়া থেকে বেঁচে থাকার জন্য এবং দ্বীনের পথে অকাতরে দান করার জন্য।
– সিয়ারু আলামিন নুবালা, খন্ড: ৮
– আব্দুল্লাহ ইবনু মুবারাক: জীবন ও কর্ম, সমকালীন প্রকাশন*
* সমকালীন সালাফী প্রকাশনী নয়