পাবে। আবু হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন,
‘নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হজ্জের পথে ‘রাওহা’ নামক স্থানে এক আরোহী দলের সাক্ষাৎ পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, (তোমরা) কোন্ সম্প্রদায়ের মানুষ? তারা বলল, মুসলিম। অতঃপর তারা জিজ্ঞেস করল, আপনি কে? তিনি বললেন, আমি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। এটা শুনে একজন মহিলা একটি শিশুকে উঠিয়ে ধরল এবং বলল, এর কি হজ্জ আছে? তিনি বললেন, হ্যাঁ; তবে ছওয়াব তোমার হবে’ (সহীহ মুসলিম, হা/১৩৩৬; মিশকাত, হা/২৫১০)।
এছাড়া যে কেউ কোন ব্যক্তিকে কল্যাণকর কাজের প্রতি নির্দেশনা দিলে সে তার সমপরিমাণ নেকী পাবে (সহীহ মুসলিম, হা/২৬৭৪; আবূ দাঊদ, হা/৪৬০৯; মিশকাত, হা/১৫৮)।
إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقِيَ رَكْبًا بِالرَّوْحَاءِ فَقَالَ مَنِ الْقَوْمُ؟ قَالُوْا الْمُسْلِمُوْنَ فَقَالُوْا مَنْ أَنْتَ؟ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَفَعَتْ إِلَيْهِ امْرَأَةٌ صَبِيًّا فَقَالَتْ أَلِهَذَا حَجٌّ؟ قَالَ نَعَمْ وَلَكِ أَجَرٌ
‘নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) হজ্জের পথে ‘রাওহা’ নামক স্থানে এক আরোহী দলের সাক্ষাৎ পেলেন। তিনি জিজ্ঞেস করলেন, (তোমরা) কোন্ সম্প্রদায়ের মানুষ? তারা বলল, মুসলিম। অতঃপর তারা জিজ্ঞেস করল, আপনি কে? তিনি বললেন, আমি আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)। এটা শুনে একজন মহিলা একটি শিশুকে উঠিয়ে ধরল এবং বলল, এর কি হজ্জ আছে? তিনি বললেন, হ্যাঁ; তবে ছওয়াব তোমার হবে’ (সহীহ মুসলিম, হা/১৩৩৬; মিশকাত, হা/২৫১০)।
এছাড়া যে কেউ কোন ব্যক্তিকে কল্যাণকর কাজের প্রতি নির্দেশনা দিলে সে তার সমপরিমাণ নেকী পাবে (সহীহ মুসলিম, হা/২৬৭৪; আবূ দাঊদ, হা/৪৬০৯; মিশকাত, হা/১৫৮)।
সূত্র: আল-ইখলাছ।
Last edited: