আবু হুরায়রা (রাদিআল্লাহু আনহু) থেকে বর্ণিত, নবী করিম (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘নিশ্চয়ই তোমরা শাসনক্ষমতা লাভের জন্য খুব আগ্রহী হবে। কিন্তু কিয়ামতের দিন তা লজ্জা ও আফসোসের কারণ হবে। দুধদানকারী হিসেবে (ক্ষমতার দিনগুলোতে নানা সুযোগ-সুবিধা ভোগের দিক দিয়ে) ক্ষমতা কতই না ভালো। কিন্তু...
‘আমের বিন সা‘দ (রহঃ) বলেন, আমার পিতা সা‘দ ইবনু আবি ওয়াক্কাস (রাঃ)-এর একটি ছাগলের পাল ছিল। একবার তার ছেলে ওমর তার নিকট আসলেন। তিনি দূর থেকে ছেলে দেখেই বললেন, আমি আল্লাহর নিকট এ অশ্বারোহীর অনিষ্ট হতে আশ্রয় প্রার্থনা করছি। অতঃপর ছেলে পিতার কাছে এসে বলল, হে পিতা! আপনি এভাবে গ্রাম্য লোকদের মতো ছাগলের...