ইমাম ইবনু তায়মিয়াহ (রহঃ) বলেন, ‘ভাগ্য দু’টি বিষয় দ্বারা পরিবেষ্টিত থাকে: কাজের শুরুতে তাওয়াক্কুল এবং শেষে সন্তুষ্টি। সুতরাং যে ব্যক্তি কাজ করার শুরুতে আল্লাহর উপর ভরসা করল এবং কাজের শেষে আল্লাহর ফায়ছালায় সন্তুষ্ট থাকল, সে যেন পূর্ণভাবে আল্লাহর দাসত্ব করল’।
--- ইবনুল ক্বাইয়িম, মাদারিজুস সালেকীন...