আসসালামু আলাইকুম,
আগামী কয়েকদিনের মধ্যে আমাদের ফোরামে মেজর কিছু চেঞ্জ আসবে যার ফলে ফোরামে ১-৩ দিন মেইনটেনেন্স মুডে থাকবে। উক্ত সময়ে আপনাদের সকলকে ধৈর্য ধারণের অনুরোধ জানাচ্ছি।
বুরায়দা (রা:) বলেন, আমি রাসূলুল্লাহ (সা:)-কে একথা বলতে শুনেছি, যে ব্যক্তি অসচ্ছল লোককে সময় দিবে, তার জন্য প্রতিদিন অনুরূপ ছাদাক্বাহ করার ছওয়াব রয়েছে। তারপর আমি আরো শুনেছি যে, যে ব্যক্তি অসচ্ছল লোককে সময় দিবে, তার জন্য প্রতিদিন অনুরূপ দ্বিগুণ ছাদাক্বাহ করার ছওয়াব রয়েছে। আমি বললাম, হে...
সালমান (রা:) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) বলেন, দুআ ব্যতীত তাক্বদীরকে ফিরাতে পারে না এবং নেকী (পিতা-মাতা ও আত্মীয়দের সাথে সদ্বব্যবহার) ছাড়া অন্য কিছু বয়স বাড়াতে পারে না। [সুনানে তিরমিজি, হা.২১৩৯]
আয়েশা (রা:) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) বলেন, তাক্বদীরের ক্ষেত্রে কোন...