‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

হাই তোলা

  1. আদব ও শিষ্টাচার আমাদের এলাকায় কিছু মানুষকে হাই উঠলে ‘লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ’ বলে থাকে। এরূপ বলার কোন দলীল আছে কি?

    হাই উঠলে উক্ত দু‘আ পড়ার কোন দলীল নেই (ফাৎহুল বারী, ১০ম খণ্ড, পৃ. ৬১১-১৩, হা/৬২২৬-এর ব্যাখ্যা দ্র.)। তবে হাই উঠলে যথাসম্ভব হাত দ্বারা প্রতিহত করার চেষ্টা করতে হবে। কেননা যখন কেউ হাই তুলে, তখন শয়তান তা দেখে হাসতে থাকে (সহীহ বুখারী, হা/৬২২৬; মিশকাত, হা/৪৭৩২)। সূত্র: আল-ইখলাছ।
  2. আদব ও শিষ্টাচার প্রশ্ন : অনেকেই হাই তোলার পর أَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ বলে থাকে। এব্যাপারে কি কোন হাদীস বর্ণিত হয়েছে?

    উত্তর : শরী‘আতে হাই তোলার পর নির্ধারিত কোন দু‘আ বর্ণিত হয়নি। তবে হাই উঠার সময় সেটা সাধ্যমত প্রতিহত করার চেষ্টা করতে হবে। কেননা হাই শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে। হাদীসে এসেছে, وَأَمَّا التَّثَاؤُبُ فَإِنَّمَا هُوَ مِنَ الشَّيْطَانِ فَإِذَا تَثَاوَبَ أَحَدُكُمْ فَلْيَرُدَّهُ مَا اسْتَطَاعَ فَإِنَّ...