সূরাহ্ কাহ্ফ বৃহস্পতিবার রাতে পড়া যাবে না। এটি জুমু‘আর দিন ফজর উদিত হওয়ার পর/সূর্য উদিত হওয়ার পর থেকে সূর্য ডোবার পূর্ব পর্যন্ত পড়বে। নামাজের আগে পরে পড়ার মধ্যে কোনো পার্থক্য নেই।
– সৌদি সর্বোচ্চ উলামা পরিষদ ও স্থায়ী ফতোয়া কমিটির সাবেক সদস্য শাইখ ইবনে উসাইমীন, ফাতাওয়া ১৬/১৪৩
"সূরাহ্ কাহফ বৃহস্পতিবার রাতে পড়া যাবে না। এটি জুমু‘আর দিন ফজর উদিত হওয়ার পর/সূর্য উদিত হওয়ার পর থেকে সূর্য ডোবার পূর্ব পর্যন্ত পড়বে। নামাজের আগে পরে পড়ার মধ্যে কোনো পার্থক্য নেই।"
🎙️ সৌদি স্থায়ী ফতোয়া কমিটি ও সর্বোচ্চ উলামা পরিষদের সাবেক সদস্য আল্লামা সালিহ ইবনে উসাইমীন (১৯২৯-২০০১খৃ.)...
হাদীসটি যঈফ। এর সনদে দুই জন দুর্বল রাবী আছে (সিলসিলা যঈফাহ, হা/২০১৩)।
তবে অন্যত্র জুম‘আর দিন সূরা কাহফ পাঠ করার সহীহ হাদীস বর্ণিত হয়েছে (বায়হাক্বী, আস-সুনানুল কুবরা, হা/৬২০৯; সনদ সহীহ, ইরওয়াউল গালীল, হা/৬২৬)।
সূত্র: আল-ইখলাছ।