উত্তর : কবর খননকারী অশেষ ছওয়াবের অধিকারী হবেন।
মহান আল্লাহ বলেন, ‘নেকীর কাজে তোমরা পরস্পরে সহযোগিতা কর...’ (মায়েদাহ ৫/২)।
রাসূল (ছাঃ) বলেন, ‘যে ব্যক্তি কোন মুসলিম মাইয়েতকে গোসল করাল। অতঃপর তার গোপনীয়তাসমূহ গোপন রাখল, আল্লাহ তাকে চল্লিশ বার ক্ষমা করবেন।
যে ব্যক্তি মাইয়েতের জন্য কবর খনন করল...
উক্ত কথা ভিত্তিহীন। তবে কবর খনন করা নিঃসন্দেহে নেকীর কাজ। এজন্য ঐ ব্যক্তি অশেষ ছওয়াবের অধিকারী হবেন।
কেননা মহান আল্লাহ বলেন,
وَ تَعَاوَنُوۡا عَلَی الۡبِرِّ وَ التَّقۡوٰی
‘নেকীর কাজে তোমরা পরস্পরে সহযোগিতা কর...’ (সূরা আল-মায়েদাহ : ২)।
আবূ রাফে‘ (রাযিয়াল্লাহু আনহু) হতে বর্ণিত, তিনি বলেন...