‼️ পোস্টটি সুন্দরভাবে দেখতে এখানে ক্লিক করুন।‼️

শাওয়ালের সিয়াম

  1. B

    প্রশ্ন শাওয়ালের রোজা কি শুক্রবারেও রাখা যাবে ?

    আমি শাওয়ালের রোজা এমনভাবে শুরু করেছি যে মাঝখানে শুক্রবারেও রোজা রাখতে হচ্ছে । আমি আগে জানতাম শুক্রবারে রোজা রাখা যায় না । এখন কি ৬টা রোজা বিরতিহীন রাখতে গেলে শুক্রবারে রোজা থাকতে পারব ?
  2. সিয়াম রামাযানের সিয়াম ক্বাযা রেখে শাওয়ালের সিয়াম রাখা যাবে কি?

    শাওয়ালের সিয়াম শুধু একটি মাসের মধ্যে সীমাবদ্ধ। এর ফযীলত অনেক (আবু দাঊদ, হা/২৪৩৩, সনদ সহীহ)। শাওয়াল মাস চলে গেলে আর এ সিয়াম পালন করা যায় না। আর ক্বাযা সিয়াম পালনের সময় থাকে পরের রামাযান পর্যন্ত। আয়েশা (রাযিয়াল্লাহু আনহা) হতে বর্ণিত, তিনি বলেন, كَانَ يَكُوْنُ عَلَيَّ الصَّوْمُ مِنْ رَمَضَانَ...