- Author
- শাইখ আব্দুল হামীদ আল-ফাইযী আল-মাদানী।
- Publisher
- তাওহীদ পাবলিকেশন্স
আসলে এ পুস্তিকাটি ‘যুলহজ্জের তেরো দিন' পুস্তিকার একটি অংশ। যাতে হজ্জ ও কুরবানীর কথা একত্রে থাকার কারণে অনেক হিতাকাঙ্ক্ষী ভায়ের প্রস্তাব ছিল, দু'টিকে পৃথক ক'রে ছাপানোর ব্যবস্থা করা। বস্তুতঃ তাঁদেরই আশানুরূপ এই সংস্করণ।
আশা করি কুরবানীর বিধান মানতে ইচ্ছুক মুসলিমের জন্য অত্র পুস্তিকা একটি পাথেয় এবং সুন্দর উপহার হবে। মহান আল্লাহর কাছে আমার আকুল আবেদন যে, তিনি যেন আমার এই নগণ্য খিদমতকে কবুল করে নেন এবং কাল কিয়ামতে এর অসীলায় আমার, আমার পিতা-মাতা ও ওস্তাযগণের মুখ উজ্জ্বল করেন। আমীন। উল্লেখ্য যে, পুস্তিকার শেষে সানোয়াজ খানের 'সামাজিক কল্যাণে খরচ হোক কোরবানির অর্থ' শীর্ষক লেখার জবাব পরিবেশিত হয়েছে।
আশা করি কুরবানীর বিধান মানতে ইচ্ছুক মুসলিমের জন্য অত্র পুস্তিকা একটি পাথেয় এবং সুন্দর উপহার হবে। মহান আল্লাহর কাছে আমার আকুল আবেদন যে, তিনি যেন আমার এই নগণ্য খিদমতকে কবুল করে নেন এবং কাল কিয়ামতে এর অসীলায় আমার, আমার পিতা-মাতা ও ওস্তাযগণের মুখ উজ্জ্বল করেন। আমীন। উল্লেখ্য যে, পুস্তিকার শেষে সানোয়াজ খানের 'সামাজিক কল্যাণে খরচ হোক কোরবানির অর্থ' শীর্ষক লেখার জবাব পরিবেশিত হয়েছে।
- Purchase Link
- Click Here to BUY NOW!
বইটি ক্রয় করে লেখক ও প্রকাশককে নতুন বই প্রকাশে উদ্বুদ্ধ করুন।