সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।
আব্দুল্লাহ বারী

প্রবন্ধ নিজের বাতিল মত'কে প্রতিষ্ঠিত করার জন্য কিয়াসের আশ্রয় নেয়া কী জায়েজ ?

Awards
17
Credit
258
আল্লাহর রাসূল ﷺ বলেন,

❝আমার উম্মত ৭০ টি বেজোড় দলে বিভক্ত হয়ে যাবে, তাদের মধ্যে সবচেয়ে দূর্ভাগা তারা যারা তাদের নিজেদের মতামতের জন্য ইলম একত্র করতে থাকবে । এর দ্বারা তারা আল্লাহ যা হারাম করেছেন তা হালাল করবে , আর আল্লাহর হালাল কৃত বস্তুকে করবে হারাম ।❞

আউফ বিন মালিক আল আছযায়ি (রহঃ) হতে বর্ণীত, আবু উমর ইবনে আব্দুল বার্র (রহঃ) বলেন,

❝এটা হলো কিয়াস এবং দ্বীন সম্পর্কে বানেয়াট ও মিথ্যা কথা বলা । তুমি কী উক্ত হাদীসের এই অংশটি দেখছে পাচ্ছো না যে, “আল্লাহ যা হারাম করেছেন তা হালাল করবে , আর আল্লাহর হালাল কৃত বস্তুকে করবে হারাম” ? এটিই স্বীকৃত যে হালাল তাই যা আল্লাহর কিতাব কুরআন ও রাসূলুল্লাহর সুন্নাহ কতৃত হালাল হিসেবে স্বীকৃত । এবং হারাম তাই যা আল্লাহর কিতাব কুরআন ও রাসূলুল্লাহর সুন্নাহ কতৃত হারাম হিসেবে স্বীকৃত । যে এই বিষয়ে অজ্ঞ এবং তার কাছে প্রশ্ন করা হলে সে নিজের মন মেতাবেক দ্বীনের বিষয়ে বানোয়াট জবাব দেয়, এটা মূলত সুন্নাহর খেলাফ । সে ব্যাক্তি অবশ্যই কিয়াস করেছে । সে নিজে বিভ্রান্ত হয়েছে এবং অপরদেরও বিভ্রান্ত করছে । অতঃপর যারা কুরআন ও সুন্নাহর দিকে ফিরে আসে তারা কখনো কিয়াসে করে না ।

উৎস : ইলম আল মুয়াক্কিয়িন (৯৭-৯৮)
অনুবাদ : রিয়াদ আল কানাদি এবং আব্দুল্লাহ বারী


হাদীসটি দূর্বল । উক্ত হাদীস সম্পর্কে ইমাম আহমাদ এবং ইয়াহইয়া ইবনে মাঈন (রহঃ) বলেন, এই হাদীসের কোন ভিত্তিই নেই (জামিউল উলুম ওয়াল হিকাম ২/১০৩৯) যদিও এর ভাবার্থ সঠিক, কারণ একাধিক হাদীসে তা বণীত হয়েছে (ইবনে মাজাহ ৩৯৯২, আস সুন্নাহ লিল আসিম ৬৩, শারহু উসূল ইতিক্বাদ আহলুস সুন্নাহ ১৪৯)
 
Last edited:

Create an account or login to comment

You must be a member in order to leave a comment

Create account

Create an account on our community. It's easy!

Log in

Already have an account? Log in here.

Total Threads
12,912Threads
Total Messages
16,413Comments
Total Members
3,342Members
Latest Messages
DilwarLatest member
Top