সালাফী আকিদা ও মানহাজে - Salafi Forum

Salafi Forum হচ্ছে সালাফী ও সালাফদের আকিদা, মানহাজ শিক্ষায় নিবেদিত একটি সমৃদ্ধ অনলাইন কমিউনিটি ফোরাম। জ্ঞানগর্ভ আলোচনায় নিযুক্ত হউন, সালাফী আলেমদের দিকনির্দেশনা অনুসন্ধান করুন। আপনার ইলম প্রসারিত করুন, আপনার ঈমানকে শক্তিশালী করুন এবং সালাফিদের সাথে দ্বীনি সম্পর্ক গড়ে তুলুন। বিশুদ্ধ আকিদা ও মানহাজের জ্ঞান অর্জন করতে, ও সালাফীদের দৃষ্টিভঙ্গি শেয়ার করতে এবং ঐক্য ও ভ্রাতৃত্বের চেতনাকে আলিঙ্গন করতে আজই আমাদের সাথে যোগ দিন।

অন্যান্য ঘোড়ায় বাধো জীন হে মুমিন,

  • Thread starter
ঘোড়ায় বাধো জীন হে মুমিন,
ইলম ছড়াতে দেশ-দেশান্তর।
ইলম যে নবীর মীরাস,
রহমানী মীরাস রক্ষকই তো সফলতর।।

সময় যে হয়ে এল, চলো এবার
করোনা তো কমে গেছে এই যামানার।
তোমাদের হাজিরে হে তারকারাজি,
শিক্ষালয়টি হলো মনোহর‌।।

ঈমানের সাথে ইলমের হাফেয,
কে হবে গো তার চেয়ে উচ্চতর?
জান্নাতের অন্বেষী হলে হে পিয়াসু,
চরে বেড়াও, এ বাগ যে তোমারও।।

ইলমবৃক্ষ থেকে ফল করো আহরণ
শ্রান্ত হয়ো না, পিছু হটা তো বহুদূর।
শিক্ষার তেতো নিরবে যাও সয়ে, আরে
এটা তো জান্নাতের মোহর।।

মনকে করো সংঘবদ্ধ ইলম হাসিলে
বীরবেশে ঘুমের স্বাদকে তাড়ো।
এমনজনের হও রে সাথী, যে
কুঁড়েমিকে দূরে রাখে পরিশ্রমের চাদর'।।

প্রিয় শায়খদের সান্নিধ্য কর লাভ,
শত্রু ও জাহেলদের থেকে হও হুঁশিয়ার।
আরশের রবকে ডাকো: দেখাও সঠিক পথ
গোপনে-প্রকাশ্যে চালাও নিরন্তর।।

[করোনার পরে মসজিদে নববীতে ছাত্রদের সরাসরি উপস্থিতিতে প্রথম দারসে শায়খ সালেহ আল-উসয়মী হাফিযাহুল্লাহ এটা বলেছেন।]

--ইয়াকুব বিন আবুল কালাম
 

Create an account or login to comment

You must be a member in order to leave a comment

Create account

Create an account on our community. It's easy!

Log in

Already have an account? Log in here.

Total Threads
13,358Threads
Total Messages
17,249Comments
Total Members
3,686Members
Top