Recent content by Mahmud ibn Shahidullah

  1. Mahmud ibn Shahidullah

    সালাত ঈদের নামাযের পদ্ধতি

    ঈদের নামাযের পদ্ধতি অন্যান্য (ফজরের) নামাযের মতই। অবশ্য এ নামাযে অতিরিক্ত কিছু তকবীর রয়েছে। সুতরাং নামাযী কানের উপরি ভাগ পর্যন্ত দুই হাত তুলে তাহরীমার তাকবীর দিয়ে বুকের উপরে রাখবে। অতঃপর ইস্তিফতাহর দুআ পাঠ করে পরপর ৬বার তকবীর বলবে। ইস্তিফতাহর দুআ তকবীরগুলোর পরে এবং সূরা ফাতিহা পড়ার আগে পড়লেও...
  2. Mahmud ibn Shahidullah

    সালাত ঈদের নামাযের আগে ও পরে নামায

    ঈদের নামাযের আগে-পরে কোন নামায নেই। ইবনে আববাস (রাঃ) বলেন, ‘নবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) ঈদুল ফিতরের দিন ঈদগাহে বের হয়ে দুই রাকআত নামায পড়লেন। আর এর আগে বা পরে কোন নামায পড়লেন না।’[1] অনুরূপ বর্ণনা করেছেন ইবনে উমার, ইবনে আম্র এবং জাবের (রাঃ)।[2] কিন্তু ঈদের নামায কোন কারণবশতঃ মসজিদে হলে...
  3. Mahmud ibn Shahidullah

    সালাত ঈদের নামায পুরো অথবা কিছু অংশ ছুটে গেলে

    ইমামের তকবীর পড়তে শুরু করার পর কেউ জামাআতে শামিল হলে, সে প্রথমে তাহরীমার তকবীর দিবে। অতঃপর বাকী তকবীরে ইমামের অনুসরণ করবে এবং ছুটে যাওয়া আগের তকবীরগুলো মাফ হয়ে যাবে।[1] ইমামকে রুকূ অবস্থায় পেলে তাহরীমার তকবীর দিয়ে (সময় আছে বুঝলে রুকূর তকবীর দিয়ে) রুকূতে যাবে। যেহেতু তকবীরগুলো শেষ হওয়ার পর সে...
  4. Mahmud ibn Shahidullah

    খুতবা খুতবা কি দিয়ে শুরু হবে?

    মহানবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) তাঁর সমস্ত খুতবা ‘আল-হামদু লিল্লাহি---’ দিয়ে শুরু করতেন। কোন একটি হাদীস দ্বারা এ কথা সংরক্ষিত নেই যে, তিনি তাঁর উভয় ঈদের খুতবা তকবীর দিয়ে শুরু করতেন।[1] [1] (মাজমূ’ ফাতাওয়া ইবনে তাইমিয়্যাহ ২২/৩৯৩, যামাঃ ১/৪৪৭ দ্রঃ) রমাযানের ফাযায়েল ও রোযার মাসায়েল শাইখ...
  5. Mahmud ibn Shahidullah

    খুতবা খুতবা একটি না দুটি?

    স্পষ্টতঃ যা বুঝা যায়, তাতে মনে হয় যে, মহানবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম)-এর ঈদের খুতবা ছিল একটি। সাহাবী জাবের (রাঃ) বলেন, ‘ঈদুল ফিতরের দিন নবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) দাঁড়িয়ে নামায পড়লেন। তিনি প্রথমে নামায পড়লেন, তারপর খুতবা দিলেন। খুতবা শেষ করে নেমে এসে তিনি মহিলাদের নিকট এলেন এবং...
  6. Mahmud ibn Shahidullah

    খুতবা খুতবার মাঝে মাঝে তকবীর

    এ কথাও বিশুদ্ধভাবে প্রমাণিত নয় যে, তিনি তাঁর খুতবার মাঝে মাঝে তকবীর পাঠ করতেন। এ বিষয়ে যা বর্ণিত হয়েছে, তা যয়ীফ।[1] সুতরাং ঈদের খুতবাকে তকবীর দিয়ে বৈশিষ্ট্যপূর্ণ করা বৈধ নয়। বাকী থাকল যুহরীর এই কথা যে, ‘ঘর থেকে বের হওয়ার পর থেকে ঈদগাহ পর্যন্ত ইমাম উপস্থিত হওয়া অবধি লোকেরা ঈদের তকবীর পাঠ করত।...
  7. Mahmud ibn Shahidullah

    সিয়াম মিম্বরে চড়ে খুতবা

    মহানবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) এবং তাঁর খুলাফায়ে রাশেদ্বীনের যুগে ঈদগাহে মিম্বর ব্যবহার করা হত না। আবূ সাঈদ খুদরী (রাঃ) বলেন, মারওয়ান ঈদের দিন মিম্বর বের করেন এবং নামাযের পূর্বে খুতবা দেন। এ দেখে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, ‘হে মারওয়ান! আপনি সুন্নাহর বিপরীত কাজ করলেন; ঈদের দিন মিম্বর বের...
  8. Mahmud ibn Shahidullah

    খুতবা ঈদের খুতবাহ

    ঈদের খুতবা হবে নামাযের পর। ইবনে আববাস (রাঃ) ও ইবনে উমার (রাঃ) বলেন, ‘আল্লাহর রসূল (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম), আবূ বাক্র, উমার ও উসমান উভয় ঈদের নামায খুতবার আগে পড়তেন।’[1] মহানবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) বলেন, ‘‘আমাদের আজকের দিনে যে কাজ প্রথম শুরু করব, তা হল নামায।----’’[2] আর...
  9. Mahmud ibn Shahidullah

    সিয়াম ঈদের খুতবায় মহিলাদের জন্য খাস নসীহত

    ঈদের খুতবায় মহিলাদের জন্য খাস নসীহত করা সুন্নত। যেমন এ কথা পূর্বে উল্লেখিত জাবের (রাঃ)-এর হাদীসে বর্ণিত হয়েছে। অতএব খুতবা মাইকে হলে খুতবার শেষাংশকে মহিলাদের জন্য খাস করবেন ইমাম। কিন্তু যদি মাইকে না হয় এবং মহিলারা পিছন থেকে শুনতে পাচ্ছে না বলে আশঙ্কা হয়, তাহলে তিনি তাদের নিকটবর্তী হবেন। তাঁর সাথে...
  10. Mahmud ibn Shahidullah

    সিয়াম খুতবা শোনার গুরুত্ব

    ঈদের খুতবা দেওয়া ও শোনা (জুমআর খুতবার মত ওয়াজেব নয়; বরং তা) সুন্নত। আব্দুল্লাহ বিন সায়েব বলেন, একদা আমি আল্লাহর রসূল (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম)-এর সাথে ঈদের নামাযে উপস্থিত ছিলাম। নামায শেষ করে তিনি বললেন, ‘‘আমরা খুতবা দেব; সুতরাং যে ব্যক্তি খুতবা শোনার জন্য বসতে পছন্দ করে সে বসে যাক্। আর...
  11. Mahmud ibn Shahidullah

    সিয়াম ঈদের নামাযের জন্য বের হওয়ার পূর্বে কিছু খাওয়া

    ঈদগাহের জন্য বের হওয়ার পূর্বে ৩ অথবা ৫ বেজোড় সংখ্যক খেজুর খাওয়া মুস্তাহাব। আনাস (রাঃ) বলেন, ‘আল্লাহর রসূল (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) ঈদুল ফিতরের দিন কিছু খেজুর না খেয়ে বের হতেন না।’ এক বর্ণনায় আছে যে, ‘তিনি তা বেজোড় সংখ্যক খেতেন।’[1] এই খাওয়ার পিছনে হিকমত হল, যাতে কেউ মনে না করে যে, ঈদের...
  12. Mahmud ibn Shahidullah

    সিয়াম রাস্তা পরিবর্তন করা

    মসজিদে নববী থেকে মদ্বীনার ঈদগাহ ১০০০ হাত দূরে অবস্থিত ছিল।[1] মহানবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) ঐ ঈদগাহে পায়ে হেঁটে উপস্থিত হতেন। কিন্তু ফিরার পথে রাস্তা পরিবর্তন করতেন। অর্থাৎ, যাবার সময় যে পথে যেতেন, সে পথে বাড়ি না ফিরে অন্য পথ ধরে বাড়ি ফিরতেন। জাবের (রাঃ) বলেন, ‘ঈদের দিন বের হলে তিনি...
  13. Mahmud ibn Shahidullah

    সিয়াম ঈদের দুআ কি?

    উম্মে আত্বিয়্যাহর হাদীসে উল্লেখ হয়েছে যে, ‘‘ঋতুমতী মহিলারাও মুসলিমদের (ঈদের) জামাআত ও দুআতে উপস্থিত হবে।’’ অন্য এক বর্ণনায় আছে, ‘‘তাদের দুআর মত দুআ করবে।’’ ঐ দুআ কি ধরনের দুআ? ঐ দুআ কি মহানবী (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম) নামাযের পরে দুই হাত তুলে করতেন? নাকি তিনি খুতবার শেষে হাত তুলে দুআ...
  14. Mahmud ibn Shahidullah

    সিয়াম ঈদের মুবারকবাদ

    ঈদে একে অপরকে মুবারকবাদ দেওয়া ঈদের অন্যতম আদব ও বৈশিষ্ট্য। এই মুবারকবাদ সাহাবা (রাযি.)-দের যুগে প্রচলিত ও পরিচিত ছিল। জুবাইর বিন নুফাইর বলেন, আল্লাহর রসূল (সাল্লাল্লাহু আলাইহে ওয়াসাল্লাম)-এর সাহাবাগণ ঈদের দিন একে অন্যের সাথে সাক্ষাৎ হলে বলতেন, ‘তাক্বাববালাল্লাহু মিন্না অমিন্ক।’[1] মুহাম্মাদ বিন...
  15. Mahmud ibn Shahidullah

    সিয়াম ঈদের খুশী প্রকাশ

    ঈদের দিনে আনন্দ ও খুশীর বহিঃপ্রকাশ ঘটানো দ্বীনের অন্যতম প্রতীক। এ দিনে পরিবার-পরিজনের প্রতি বিভিন্ন প্রকার খরচ ও প্রশস্ততা প্রদর্শন করা উচিত, যাতে তাদের মন-প্রাণ আনন্দিত হয় এবং ইবাদতের কষ্ট থেকে দেহ সবস্তি, বিরতি ও প্রশান্তি লাভ করতে পারে।[1] মা আয়েশা (রাঃ) বলেন, ঈদের দিন আল্লাহর রসূল...
Total Threads
13,032Threads
Total Messages
16,592Comments
Total Members
3,420Members
Top