প্রশ্নোত্তর Science নিয়ে পড়া কি জায়েজ?

  • Thread starter Thread starter Anonymous User
  • Start date Start date
A

Anonymous User

Guest

প্রশ্নঃ Science নিয়ে পড়া কি জায়েজ? Science যে মানবদেহ, মহাকাশ ইত্যাদি যেই তথ্য দেওয়া হয়েছে তা কি বিশ্বাস করা যাবে?

উওর:- সাইন্স অবশ্যই মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কুরআন হাদিসের সায়েন্সের অনেক বিষয়ে আলোচিত হয়েছে।
তাই মুসলিমদের উচিত সাইন্স টেকনোলজি আবিষ্কার ইত্যাদির প্রতি আরো বেশি মনোযোগী হওয়া।
তবে কোরআন ও হাদিস বিরোধী যদি কোন বক্তব্য পাওয়া যায় তাহলে তা মানা যাবে না।
আর প্রতিষ্ঠিত কোনো সাইন্স কোরআন হাদিসের বিরোধী নয়।
বিজ্ঞানীদের সকল মতামতই গ্রহণযোগ্য নয়। কোন কোন বিজ্ঞানী‌ একটি মত দিয়েছেন কিন্তু অন্যান্য বিজ্ঞানীরা তার বিরোধিতা করেছেন
এসব ক্ষেত্রে কুরআনকে ওই সব গবেষণার বিপক্ষে দাঁড় করানো যাবে না।

আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
 
Similar threads Most view View more
Back
Top