অভিযোগ Credit collection

আসসালামু আলাইকুম, আমার একটি ইমারজেন্সি পিডিএফ দরকার, ক্রেডিট নেওয়ার জন্য আমি সবরকম নিয়ম করেছি,
কিন্তু পাইনি, যেমন পোস্ট করেছি কিন্তু ৫ ক্রেডিট দেইনি, ফ্রম ভিজিট করেছি ৮ ক্রেডিট দেইনি
 
ওয়া আলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহ

পোস্ট করে ৫ ক্রেডিট না পাওয়ার কারণ হতে পারে আপনি যে পোস্ট করেছেন সেটি ছোট পোস্ট।

ক্রেডিট পেতে আপনাকে মিনিমাম ১২০০ অক্ষরের পোস্ট করতে হবে।

ফোরামে প্রতিদিন ভিজিটের ক্রেডিট না পাওয়ার কারণ হতে পারে আপনি আমাদের PWA এপ দিয়ে ভিজিট করেছেন। দুঃখজনক বিষয় হচ্ছে এপ দিয়ে ভিজিট করলে কোনো ক্রেডিট দেওয়া হয়না কারণ ক্রেডিট সিস্টেম সেটাকে ডিটেক্ট করতে পারেনা তাই ব্রাউজার থেকে প্রতিদিন একবার করে ফোরাম ভিজিট করার পরামর্শ রইলো। আর আবশ্যই লগিন করা থাকতে হবে ব্রাউজারে না থাকলে লগইন করে নিবেন ইনশাআল্লাহ।

আপনি কয় দিনের ভিজিটের ক্রেডিট পাবেন জানাবেন, আমি আপনার একাউন্টে সে পরিমাণ ক্রেডিট দিয়ে দিবো ইনশাআল্লাহ।

জাযাকাল্লাহু খাইরান ভাইয়া।
 
আলহামদুলিল্লাহ একটু আগে ক্রেডিট পেলাম । আমি ১৮ টি ক্রেডিট পেয়েছি আলহামদুলিল্লাহ আমার প্রয়োজনীয় পিডিএফ টি ডাঊনলোড করতে পেরেছি। জাজাকাল্লাহু খয়রন ইয়া আখি
 
আলহামদুলিল্লাহ আমার একজন অপরিচিত দীনি ভাই ৯ টি ক্রেডিট ডোনেট করেছে। আল্লাহ তাকে উত্তম প্রতিদান দিক দুনিয়া ও আখিরাতে
 
এই রকমের সমস্যা আমার সাথেও হয়েছে
উপরে আমার কমেন্ট পড়ে দেখুন ভাইয়া।
 
Back
Top