প্রশ্নোত্তর ‘লা ইলা-হা ইল্লাল্লা-হু’-এর ফযীলত কী?

Joined
Jul 24, 2023
Threads
520
Comments
533
Reactions
5,580
আল্লাহ ত‘আলা বলেন, ‘আপনি কি লক্ষ্য করেননি, আল্লাহ কিভাবে উপমা দিয়ে থাকেন? সৎ বাক্যের তুলনা উৎকৃষ্ট বৃক্ষ- যার মূল সুদৃঢ় ও শাখা-প্রশাখা ঊর্ধ্বে বিস্তৃত, যা প্রতি মুহূর্তে ফল দান করে থাকে তার প্রতিপালকের অনুমতিক্রমে। আর আল্লাহ মানুষের জন্য উপমা এজন্য দেন যে, তারা যেন শিক্ষা অর্জন করে’ (সূরা ইবরাহীম ২৪-২৭)।

উক্ত আয়াতে ‘লা ইলা-হা ইল্লাল্লা-হু’-এর ফযীলত বর্ণনা করা হয়েছে। রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, ‘যে ব্যক্তি জেনে বুঝে এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করবে যে, ‘আল্লাহ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই, সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে’ (সহীহ মুসলিম, হা/১৪৫, (ইফাবা হা/৪৩-৪৪); মিশকাত, হা/৩৭; বঙ্গানুবাদ মিশকাত, হা/৩৩)।

একনিষ্ঠচিত্তে ‘লা ইলা-হা ইল্লাল্লা-হ’ পাঠকারী ক্বিয়ামতের দিন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর শাফা‘আত লাভে ধন্য হবে (সহীহ বুুখারী, হা/৯৯, (ইফাবা হা/৯৯, ১/৭৪ পৃ.), ‘ইলম’ অধ্যায়, অনুচ্ছেদ-৩৩)।



সূত্র: আল-ইখলাছ।​
 
Last edited:
Similar threads Most view View more
Back
Top