প্রশ্নোত্তর ‘দেবর মৃত্যু সমতুল্য’ এই হাদীসের তাৎপর্য কী?

Joined
Jul 24, 2023
Threads
520
Comments
533
Reactions
5,581
‘দেবর মরণ সমতুল্য’ এর তাৎপর্য সম্পর্কে ইমাম কুরতুবী (রাহিমাহুল্লাহ) বলেন, স্বামীর নিকটাত্মীয়রা তার স্ত্রীর নিকট প্রবেশ করাটা নিকৃষ্ট কর্ম হিসাবে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে।

যেমন আরবরা বলে থাকে, ‘সিংহ হল মৃত্যু সমতুল্য’। কঠোর ভাষায় বলার কারণ হল, স্বামী-স্ত্রী এবং অন্যান্য লোকেরা বিষয়টিকে হালকা মনে করে। অন্যদিকে দেবর ভাইয়ের স্ত্রীর নিকট যাওয়াটা দ্বীন ধ্বংসের কারণ। কেননা স্বামীর পক্ষ থেকে সন্দেহ সৃষ্টি হলে ত্বালাকের মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটার সম্ভাবনা থাকে। কিংবা যদি ব্যভিচারে জড়িয়ে পড়ে তাহলে ভাইয়ের স্ত্রীকে পাথর মেরে হত্যা করাও হতে পারে। এজন্য একে মৃত্যুর সাথে তুলনা করা হয়েছে (তুহফাতুল আহওয়াযী, হা/১১৭১, ৪ খণ্ড, পৃ. ২৮০)।



সূত্র: আল-ইখলাছ।​
 
Last edited:
Similar threads Most view View more
Back
Top