Doing Automated Jobs
- Joined
- Nov 1, 2022
- Threads
- 4,853
- Comments
- 4,360
- Solutions
- 1
- Reactions
- 62,883
- Thread Author
- #1
১. ওযূ করে বা হাত-মুখ ধুয়ে খাবার গ্রহণ ও সাহরী খাওয়া,
২. দু'আ ও যিকর করা।
৩. ওযু করে পশু জবাই করা।
৪. বিশেষ প্রয়োজন হলে ওযু করে মসজিদে প্রবেশ; যেমন মসজিদে চুনকাম করা, সংস্কারমূলক কাজ করা ইত্যাদি।
৫. বড় নাপাকিযুক্ত ব্যক্তির সাথে শয়ন, তবে নাপাকি যেন নিজের গায়ে না লাগে বা নিজের নাপাকি যেন অন্যের গায়ে না লাগে সে জন্য সতর্ক থাকা বাঞ্ছনীয়।
সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম
২. দু'আ ও যিকর করা।
৩. ওযু করে পশু জবাই করা।
৪. বিশেষ প্রয়োজন হলে ওযু করে মসজিদে প্রবেশ; যেমন মসজিদে চুনকাম করা, সংস্কারমূলক কাজ করা ইত্যাদি।
৫. বড় নাপাকিযুক্ত ব্যক্তির সাথে শয়ন, তবে নাপাকি যেন নিজের গায়ে না লাগে বা নিজের নাপাকি যেন অন্যের গায়ে না লাগে সে জন্য সতর্ক থাকা বাঞ্ছনীয়।
সূত্র: প্রশ্নোত্তরে ফিকহুল ইবাদাত লেখক: অধ্যাপক মোঃ নূরুল ইসলাম