হেলান দিয়ে হাদিস বর্ণনা করা গর্হিত কাজ

  • Thread Author
খালিদ ইবনু নাজজার বলেন, 'ইমাম মালিক একবার হেলান দিয়ে বসে ছিলেন। এমন সময় আমি তাকে একটি মাসআলা জিজ্ঞেস করলে তিনি বলতে শুরু করেন, আমাদের কাছে বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনু সাইদ...-এতটুকু বলেই তিনি থেমে যান। সোজা হয়ে বসেন। পোশাক ঠিক করেন এবং বলেন, আমি আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থনা করছি। আমি তাকে ক্ষমাপ্রার্থনার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন, এভাবে হেলান দিয়ে হাদিস বর্ণনা করা গর্হিত কাজ। হাদিসের সম্মান ও মর্যাদা অনেক ঊর্ধ্বে। আমি কখনো হেলান দিয়ে হাদিস বর্ণনা করিনি।'

– তারতিবুল মাদারিক, খন্ড : ১
 
Back
Top