প্রশ্নোত্তর হিজাবের কারণে মুসলিমাকে উপহাসকারী কাফের

Joined
Jan 3, 2023
Threads
892
Comments
1,063
Reactions
9,569
সৌদি আরবের ‘ইলমী গবেষণা ও ফাতাওয়া বিষয়ক স্থায়ী কমিটি আল-লাজনাতুদ-দা’ইমাহ লিল বুহুসিল ‘ইলমিয়াহ ওয়াল-ইফতাকে প্রশ্ন করা হয়,

“এমন কারো ব্যাপারে হুকুম কী যে যথাযথ ইসলামী হিজাব পরিধান করার কারণে একজন মুসলিম নারীর ব্যাপারে বিদ্রুপ করে অথবা তাকে ভূত বা চলমান তাঁবু এবং অন্যান্য অপমানজনক শব্দাবলি দ্বারা বর্ণনা করে?”

উত্তর: যে কেউ একজন মুসলিম পুরুষ বা নারীকে শারিয়াহ অনুসরণ করার কারণে বিদ্রুপ করে সে কাফির, উপহাস করার বস্তু ইসলামী হিজাব হোক বা ইসলামের অন্য কোন বিষয়। 'আবদুল্লাহ ইবন 'উমার (রাদিয়াল্লাহু 'আনহু) বর্ণনা করেন, "তাবূকের অভিযানের সময় একজন লোক বললো, 'আমি আমাদের এই কুরআন তিলাওয়াতকারীদের মতো কাউকে দেখিনি। তাদের আছে সবচেয়ে বড়ো পেট, সবচেয়ে মিথ্যা বলা জিহ্বা, এবং শত্রুর মোকাবেলায় তারা সবচেয়ে বেশি ভীত।' আরেক ব্যক্তি বললেন, 'তুমি মিথ্যা বলছো, এবং তুমি একজন মুনাফিক্ব। নিশ্চয়ই আমি রাসূলুল্লাহ ﷺ-কে বলে দিবো।' এই খবর রাসূলুল্লাহ ﷺ-কে বর্ণনা করা হল, অতঃপর কুরআনের আয়াতসমূহ নাযিল হল (এই ব্যাপারে)। 'আবদুল্লাহ ইবন 'উমার বলেন, 'আমি তাকে দেখলাম রাসূলুল্লাহর উটনির জিনে ঝুলতে, পাথরের ওপর হোঁচট খেতে আর বলতে, 'হে আল্লাহর রাসূল, আমরা শুধু ঠাট্টা ও মজা করছিলাম।' রাসূলুল্লাহ ﷺ তিলাওয়াত করছিলেন, 'তোমরা কি আল্লাহ, তাঁর আয়াতসমূহ এবং তাঁর রাসূলকে নিয়ে উপহাস করছিলে? তোমরা এখন অযুহাত পেশ করোনা। তোমরা তো ঈমান আনার পর কুফুরী করেছ। তোমাদের মধ্যে কোনো কোনো লোককে যদি আমি ক্ষমা করে দেই, তবে অবশ্য কিছু লোককে আযাবও দিবো। কারণ তারা ছিল অপরাধী।' অতএব, মু'মিনদের নিয়ে উপহাস করা আল্লাহ, তাঁর আয়াত ও তাঁর রাসূলকে নিয়ে উপহাস করার সমান। আল্লাহ আমাদের সফলতা দান করুন। শান্তি ও বরকত অবতীর্ণ হোক নাবী মুহাম্মাদ, তাঁর পরিবারবর্গ ও সঙ্গীদের ওপর।


ফাতওয়া প্রদানে: ‘আব্দুল ‘আযীয বিন ‘আবদুল্লাহ বিন বায (চেয়ারম্যান),
‘আব্দুর রাযযাক্ব আল-আফিফী (ভাইস চেয়ারম্যান),
‘আবদুল্লাহ ইবন গুদাইয়্যান (সদস্য),
‘আবদুল্লাহ ইবন ক্বাউদ (সদস্য)

Error

অনুবাদক: রিফাত রাহমান সিয়াম
fb.com/SunniSalafiAthari
 
Similar threads Most view View more
Back
Top