১. হায়িযের রক্ত মহিলাদের গর্ভাশয় থেকে বের হয়। অপরদিকে ইসতিহাযার রক্ত গর্ভাশয় ব্যতীত শরীরের অন্য স্থান থেকে বের হয়।
২. অধিকাংশ ক্ষেত্রে হায়িযের রক্ত গাঢ় কালো বর্ণের হয়ে থাকে। অপরদিকে ইসতিহাযার রক্ত সাধারণত হালকা লাল বর্ণের হয়ে থাকে।
৩. কোনো রোগের কারণে হায়িযের রক্ত প্রবাহিত হয় না; বরং প্রতিমাসে হায়িযের রক্ত প্রবাহিত হওয়া মহিলাদের সুস্থতার পরিচয় বহন করে। অপরদিকে কোনো না কোনো রোগের কারণে ইসতিহাযার রক্ত প্রবাহিত হয়।
সূত্র: 'ফিকহুত তাহারাত' বই থেকে, পৃ: ১২৬-১২৭; লেখক- ড. মানজুরে ইলাহী ; প্রকাশনী- তাইবাহ একাডেমি
২. অধিকাংশ ক্ষেত্রে হায়িযের রক্ত গাঢ় কালো বর্ণের হয়ে থাকে। অপরদিকে ইসতিহাযার রক্ত সাধারণত হালকা লাল বর্ণের হয়ে থাকে।
৩. কোনো রোগের কারণে হায়িযের রক্ত প্রবাহিত হয় না; বরং প্রতিমাসে হায়িযের রক্ত প্রবাহিত হওয়া মহিলাদের সুস্থতার পরিচয় বহন করে। অপরদিকে কোনো না কোনো রোগের কারণে ইসতিহাযার রক্ত প্রবাহিত হয়।
সূত্র: 'ফিকহুত তাহারাত' বই থেকে, পৃ: ১২৬-১২৭; লেখক- ড. মানজুরে ইলাহী ; প্রকাশনী- তাইবাহ একাডেমি