A
Anonymous User
Guest
- Thread Author
- #1
.السلام عليكم ورحمة وبركاته
যাবতীয় সকল প্রশংসা আল্লাহু সুবহানাহু ওয়া তায়ালার যিনি আমাদের কাছে সালাফী মতাদর্শ অনুযায়ী নির্ভরযোগ্য এই ফোরাম পৌঁছে দিয়েছেন হোক তা যেকোনো মাধ্যমে। বারাকাল্লাহু ফিক।আল্লাহু সুবহানাহু ওয়া তায়ালা আপনাদের এই উদ্যোগ কবুল করে নিক এবং এর প্রসার বৃদ্ধি করে দিক।আপনাদের দাওয়াত কবুল করে নিক এবং সকল নেক আশা দ্রুত কবুল করে নিক। আল্লাহ আপনাদের উত্তম জাজা দান করুক। আমিন।ফাতাওয়ায়ে আলবানী নামে শীর্ষক বইটি হাদিয়া হিসেবে পেয়ে আপনাদের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দুআ করবেন যেন উক্ত বইটি দ্বারা উপকৃত হয়ে নিজ জীবনে যথাযথভাবে তা প্রতিফলিত করতে সক্ষম হতে পারি। আল্লাহু সুবহানাহু ওয়া তায়ালা আপনাদের বারাকাহ দান করুক।
মা'আসসালামাহ।